এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে রেহাই মিলবে অতিবৃষ্টির হাত থেকে? কবে থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি? জানালো আবহাওয়া দপ্তর

কবে রেহাই মিলবে অতিবৃষ্টির হাত থেকে? কবে থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি? জানালো আবহাওয়া দপ্তর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কলকাতা সহ সারা রাজ্য জুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সম্প্রতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবতের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উঠে আসছে। এর সঙ্গেই রাজ্যজুড়ে অতি সক্রিয় অবস্থায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নানা স্থানে চলছে বন্যার পরিস্থিতি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হলো যে, এখনই এর হাত থেকে রেহাই মিলবে না। আরো দুদিন ধরে এমন অবস্থা জারি থাকবে। আগামী রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ ও কাল দুদিন ধরে রাজ্যের প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল কলকাতার একাধিক স্থানে চলেছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। আজও সারাদিন এমন অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলা গুলি হল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। আবার আগামীকাল দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কালও উত্তরবঙ্গের একাধিক জেলাগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, সমুদ্র উত্তাল হয়ে পড়ার কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সর্তকতা জারি করা হয়েছে।

গতকাল কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শিয়ালদহে অতিরিক্ত বৃষ্টির কারণে একটি তিন তলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে, প্রবল বৃষ্টির কারণে বীরভূম জেলার সিউড়িতে চন্দ্রভাগা নদীর জল বেড়ে গিয়ে একটি সেতুকে পুরো ডুবিয়ে দিয়েছে। সেতুর ওপরে রয়েছে হাঁটুজল। এর ফলে বহু মানুষ বিপদে পড়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!