এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে শপথগ্রহণ করছেন মমতা? জেনে নিন!

কবে শপথগ্রহণ করছেন মমতা? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারের লড়াই অত্যন্ত চ্যালেঞ্জের ছিল। প্রায় প্রতিটি এক্সিট পোলেই আভাস দেওয়া হয়েছিল, এবার তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলতে পারে ভারতীয় জনতা পার্টি। তবে সেই সমস্ত কিছু সম্ভাবনাকে কার্যত দূরীভূত করে মানুষের ব্যাপক সমর্থন নিয়ে প্রায় 214 টি আসনে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেসের সরকার।

বর্তমানে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচনে জয়লাভের পরই তার প্রথম লক্ষ্য, করোনা মহামারী রোধ করা বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এবার শপথগ্রহণ হলেও সেই অর্থে অনুষ্ঠান হবে না বলেও জানিয়ে দিতে দেখা গিয়েছে তাকে। আর এই পরিস্থিতিতে কবে নতুন সরকার এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। অবশেষে সম্ভাব্য দিনক্ষণ সামনে এল।

সূত্রের খবর, সোমবার বিকেলে তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 5 মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে পারেন বলে জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5 তারিখে তার নতুন দায়িত্ব আবার নিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, 2011 সালে প্রথম ক্ষমতায় এসে 20 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে 2016 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি‌‌। আর এবার বিজেপির সঙ্গে প্রবলতম লড়াই দিয়ে ব্যাপক আসনে জয়লাভ করে আগামী 5 মে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল নেত্রী।

পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের প্রার্থী ঘোষণা থেকে শুরু করে দলের যে কোনো চূড়ান্ত ঘোষণা, দিন দেখেই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে আগামী 5 মে বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবেই পরিচিত। তাই রাজ্যে যখন করোনা মহামারির পরিস্থিতি, তখন সেই লক্ষীবারেই শপথ নিয়ে নিজের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী। তবে শপথগ্রহণ হলেও এবার যে সেই অর্থে অনুষ্ঠান হবে না, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!