এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কবে থেকে চলবে লোকাল ট্রেন? কি বলছেন মুখ্যমন্ত্রী?

কবে থেকে চলবে লোকাল ট্রেন? কি বলছেন মুখ্যমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। কারণ সংক্রমণ যথেষ্ট নিম্নমুখী। করোনা বিধি-নিষেধও বেশ কিছুটা আলগা হয়েছে। তবে রাজ্য সরকার এখনই লোকাল ট্রেন চালাতে রাজি নয়। কার্যত দীর্ঘদিন যাবৎ লোকাল ট্রেন বন্ধ থাকা সত্বেও বেশ কিছুদিন আগেই খুলে গেছে রাজ্যের বিভিন্ন অফিস কাছারি। এই অবস্থায় অতিরিক্ত ভাড়া দিয়ে কার্যক্ষেত্রে পৌঁছাতে হচ্ছে। তাই সর্বস্তরের মানুষের দাবি, লোকাল ট্রেন চালানোর। আর তাই নিয়েই আজকে বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাগৃহে আজকে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

আর সেখানেই তিনি জানিয়ে দেন, গ্রামাঞ্চলের যতদিন না 50% টিকাকরণ সম্পূর্ণ হচ্ছে ততদিন রাজ্য সরকার ট্রেন চালাবে না। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে 14 কোটি ভ্যাকসিনের প্রয়োজন। কিন্তু তার চার ভাগের এক ভাগ পেয়েছে রাজ্য। মুখ্যম্মন্ত্রী আরও জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে প্রথমেই শহর অঞ্চলের মানুষকে প্রতিষেধক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রায় 75% জনগণের টিকাকরণ সম্পন্ন করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কলকাতায় 75% ও হাওড়াতে 80% টিকাকরণ হয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতে প্রতিষেধক দেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গ্রামাঞ্চলে টিকাকরণের দিকে জোর দেওয়া হবে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জানান, গ্রামের মানুষ শহরের মানুষের থেকে অনেক বেশি সচেতন এবং তাঁরা যেহেতু ফাঁকা জায়গায় থাকেন, করোনা সংক্রমণ সেক্ষেত্রে কম। তবে গ্রামাঞ্চলে 50% টিকাকরণ সম্পন্ন হয়নি। তাই সেক্ষেত্রে গ্রামাঞ্চলের টিকাকরণের ওপরেই নির্ভর করছে লোকাল ট্রেন চালু হওয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান আজকে, রাজ্যে বর্তমানে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও তৃতীয় ঢেউ নিয়ে কিন্তু আশঙ্কা থাকছেই।

সেক্ষেত্রে যদি ট্রেন চলে, তাহলে সংক্রমণ বাড়ার আশঙ্কা এবং শিশুদের করোনা আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই আরো কিছুদিন ট্রেন চালানোর জন্য অপেক্ষা করছে রাজ্য সরকার। তবে যত যত দিন যাচ্ছে, লোকাল ট্রেন চালানোর প্রয়োজনীয়তা ততোই বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে স্টাফ স্পেশাল ট্রেন চলছে, আর সেই ট্রেনেও কিন্তু মাত্রাতিরিক্ত ভিড় হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু সংক্রমণের আশঙ্কাকে দূরে সরিয়ে রাখা যাচ্ছেনা। আপাতত গ্রামাঞ্চলের টিকাকরণ কবে সম্পন্ন হয় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!