এখন পড়ছেন
হোম > জাতীয় > কবে থেকে চালু হচ্ছে এনআরসি! বড়সড় ঘোষণা কেন্দ্রের

কবে থেকে চালু হচ্ছে এনআরসি! বড়সড় ঘোষণা কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের আগে এনআরসি নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। বিরোধীদের পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রের পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল দেশজুড়ে লাগু করা হবে এনআরসি। তবে এবার কি সেই এনআরসি লাগু করার দিক থেকে কিছুটা হলেও পিছু হটতে চলেছে কেন্দ্র?

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে এখনই এনআরসি চালু করা হচ্ছে না। এমনকি এই নিয়ে যে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, সেই ব্যাপারেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে শুধু এনআরসি নয়, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হচ্ছে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বরঞ্চ সেই আইন কার্যকর করতে আরও তিন মাস সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই কেন্দ্রের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ায় এখন নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

একাংশ বলছেন, সামনেই বাংলা সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে সেই সমস্ত নির্বাচনের আগে যদি এনআরসি লাগু করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকার অথবা বিজেপির বিরুদ্ধে রায় চলে যেতে পারে। তাই দেখে শুনেই এখন সেই এনআরসি লাগু করা থেকে কিছুটা হলেও পিছু হটতে চলেছে কেন্দ্র। প্রসঙ্গত, ইতিমধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়ে গিয়েছে। কিন্তু সেই আইন যদি লাগু করতে হয়, তাহলে একটি রুল তৈরি করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই কমিটি এখনও পর্যন্ত সেই রুল গঠন করতে পারেনি। আর এই পরিস্থিতিতে কবে নাগরিকত্ব সংশোধনী আইন অথবা এনআরসি লাগু করা হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে এবার কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এখনই এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকার খুব ভাল করেই বুঝেছে, এখন যদি এনআরসি লাগু করা হয়, তাহলে বিরোধীদের পক্ষ থেকে সরকারকে ব্যাপক চাপে ফেলা হতে পারে। এমনিতেই কৃষক আইন নিয়ে বিরোধীদের চাপে ক্রমশ ব্যাকফুটে কেন্দ্রের বিজেপি সরকার। আর তার মধ্যে সামনে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই এনআরসি ইস্যু যে তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল এনে দেবে না, তা উপলব্ধি করতে পেরেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আর তাই বুঝে শুনেই আপাতত এই ইস্যুকে ধামাচাপা দিতে চাইছে তারা বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে সাময়িকভাবে এনআরসিকে চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হলেও, ভবিষ্যতে এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!