এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে থেকে কাটবে দুর্যোগ? কি বলছে আবহাওয়া দপ্তর? আসুন জেনে নিন

কবে থেকে কাটবে দুর্যোগ? কি বলছে আবহাওয়া দপ্তর? আসুন জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে, আজ-কাল দুদিন ধরেই দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলাতে। আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামীকাল দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলবে। দুপুরের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটার সম্ভাবনা আছে। কাল দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কালকের পর থেকে আবহার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আগামী ১৮ ই সেপ্টেম্বর থেকে আবার শুরু হতে পারে প্রবল বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের কারণে ও ঘূর্ণাবর্তের কারণে চলছে এই বৃষ্টি। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

আজ ও আগামীকাল অতিবৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলায়। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতায় চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। একদিকে অতি ভারী বৃষ্টি, অন্যদিকে গঙ্গার জোয়ার বিপর্যস্ত করে দিয়েছে কলকাতাকে। আজ বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত কলকাতাতে গঙ্গার বিভিন্ন লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!