এখন পড়ছেন
হোম > রাজ্য > কবে শুরু হচ্ছে সমস্ত শ্রেণির ক্লাস? বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর! জেনে নিন!

কবে শুরু হচ্ছে সমস্ত শ্রেণির ক্লাস? বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের দরজা। তবে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে বিদ্যালয় স্তরে। করোনা পরিস্থিতির কারণে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে স্কুল এবং কলেজ বন্ধ ছিল। কিন্তু কবে থেকে পাকাপাকিভাবে সমস্ত ক্লাস শুরু হবে তা নিয়ে সন্দিহান পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা।

অনলাইন ক্লাসের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। তাই এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে চারটি শ্রেণির ক্লাস শুরু হলেও, বাকি ক্লাসগুলো শুরু হওয়ার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। এমতাবস্থায় এবার এই ব্যাপারে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “মঙ্গলবার থেকে চারটি শ্রেণির ক্লাস শুরু হচ্ছে। আমরা কলেজ খুলে দিচ্ছি। করোনা পরিস্থিতি দেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে আমরা চেষ্টা করছি, খুব দ্রুত সমস্ত শ্রেণির ক্লাস শুরু করার জন্য।” বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কেননা দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ থাকায় সেভাবে স্কুল কলেজ চালু না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পড়ুয়ারা।

তাই এখন যখন করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে এসে দাড়িয়েছে, তখন এই ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সকলে। তাই মঙ্গলবার থেকে বিদ্যালয়ের দরজা খোলার আগেই পরবর্তী ক্লাসগুলো কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!