এখন পড়ছেন
হোম > জাতীয় > কবে থেকে শুরু হতে চলেছে ফার্স্ট ইয়ারের ক্লাস? বড়সড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, জেনে নিন

কবে থেকে শুরু হতে চলেছে ফার্স্ট ইয়ারের ক্লাস? বড়সড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর করোনা সংক্রমনের কারণে গত মার্চ মাসের শেষদিকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছিল। এখন চলছে যার আনলক পর্ব। করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি দীর্ঘসময় ধরে বন্ধ থাকায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ নেতিবাচক প্রভাব পড়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও দীর্ঘ সময় ধরে বন্ধ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট বের করা সম্ভব হলেও, কলেজে ক্লাস শুরু করা এখনও সম্ভব হয়নি। এবার করোনা মহামারীর মধ্যেও স্নাতক ও স্নাতকোত্তর পর্বের পড়াশোনা শুরু করতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের প্রথম সেমেস্টার তথা নয়া শিক্ষাবর্ষ শুরুর দিনক্ষণ ঘোষণা করা হলো। আজ মঙ্গলবার চলতি বছরের নয়া শিক্ষাবর্ষ এর সময়সূচী জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। এ প্রসঙ্গে টুইটারে একটি বিশেষ টুইট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যেখানে তিনি জানালেন, ” করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম বর্ষের সূচি নিয়ে কমিটির রিপোর্ট গ্রহণ করেছে কমিশন। ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের) নির্দেশিকায় অনুমোদনও দিয়েছে।”

এর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানালেন যে, আগামী ৩১ শে অক্টোবর এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। এরপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ বা প্রথম সেমেস্টারের পঠন-পাঠন আগামী ১ লা নভেম্বর থেকে শুরু করতে হবে। এই বর্ষের পড়ুয়াদের প্রথম পরীক্ষা নেয়া হবে আগামী ২০২১ সালের ৮ ই মার্চ থেকে ২৬ শে মার্চের মধ্যে। এরপর ২০২১ সালের ২৭ শে মার্চ থেকে ৪ ঠা এপ্রিল পর্যন্ত রাখা হবে সেমেস্টার ব্রেক। এই বর্ষের পড়ুয়াদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে ২০২১ সালের ৩০ শে আগস্ট থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত করোনা সংক্রমনের কারণে বহু মানুষ আর্থিক দুরবস্থায় পড়েছেন। আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে, এবছর কোন শিক্ষার্থী যদি কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েও যদি পড়াশোনা ছেড়ে দেয়, তবে সে তার ভর্তির পুরো অর্থ ফেরত পাবে। অনুরূপভাবে কোন ছাত্র- ছাত্রী মাইগ্রেশনের ক্ষেত্রেও তার অর্থ ফেরত পাবে। তবে এই অর্থ ফেরতের আবেদন আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে করতে হবে ছাত্র-ছাত্রীদের। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেবলমাত্র এ বছরের জন্যই এই সুবিধাটি থাকবে।

অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ১৮ ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে। এই পরীক্ষা চলাকালীন আগামী বর্ষের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ক্লাস আগামী ১ লা নভেম্বর থেকে কিভাবে শুরু করা যাবে, তা নিয়ে ফের চিন্তার ভাঁজ পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!