কোচবিহারের ঘটনায় চরম কেস খেলেন মমতা? সন্ধ্যায় আসছে কারা? থরথর করে কাঁপছে নবান্ন! কলকাতা রাজনীতি রাজ্য June 29, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শুধুমাত্র বিজেপি করার অপরাধে এক সংখ্যালঘু মহিলাকে যেভাবে বিবস্ত্র করে জলে ডুবিয়ে মারধর করা হয়েছে, তা কার্যত নজিরবিহীন। মধ্যযুগীয় বর্বরতাকেও এই গোটা ঘটনা হার মানিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের বুকে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন একের পর এক বিরোধী নেতা কর্মী থেকে শুরু করে মহিলাদের পর্যন্ত ছাড়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর কোচবিহারের এই অমানবিক ঘটনায় আজই রাজ্যে আসতে চলেছে জাতীয় মহিলা কমিশনের একটি টিম। যেখানে তারা নির্যাতিতা সেই মহিলার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি নিয়ে কথা বলবেন বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কোচবিহারের ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠি লেখা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই তারা গোটা ঘটনার গুরুত্ব অনুসন্ধান করে আজ সন্ধ্যাতেই রাজ্যে একটি টিম পাঠাবে। যেখানে নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। একাংশ বলছেন, এই ঘটনাতেই কেস খেয়ে যাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মহিলা হওয়ার পরেও কেন এই রাজ্যে বিরোধী দল করার জন্য একজন মহিলার ওপর এই ধরনের নির্যাতন হবে, কেন তার পুলিশ এখনও পর্যন্ত সঠিকভাবে পদক্ষেপ নেবে না! এই প্রশ্ন করতে শুরু করেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজ সন্ধ্যায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসার কারণে এখন থেকেই থরথর করে কাঁপুনি শুরু হয়েছে নবান্নের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -