এখন পড়ছেন
হোম > অন্যান্য > কদর্যতম ক্রিকেট উপহার দিয়ে পুজো শুরুর আগেই নিজেদের প্লে-অফের বিসর্জনের বাজনা বাজিয়ে ফেলল KKR

কদর্যতম ক্রিকেট উপহার দিয়ে পুজো শুরুর আগেই নিজেদের প্লে-অফের বিসর্জনের বাজনা বাজিয়ে ফেলল KKR


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কেকেআরের খেলা যে আশাপ্রদ হচ্ছে না, সেই নিয়ে মন খারাপ ছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে শাহরুখ খান এবং তাঁর অনুরাগীদের। সেক্ষেত্রে পরিস্থিতি সামাল দেবার জন্য অধিনায়কত্বের বদলের খবর পাওয়া গেছিল কিছু আগেই। আর অধিনায়কত্ব বদলের পর এদিন দ্বিতীয় খেলা ছিল কেকেআরের।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআরের খেলাতে গতকাল কেকেআর তাদের অনুরাগীদের যে উপহার দিয়েছেন, সে উপহার পাওয়ার জন্য হয়তো আশা করেননি কেউই। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে ইডেনের ৪৯ রানে অলআউট হয়েছিল আরসিবি। এতদিন তাই কলকাতা নাইট রাইডার্স এর সর্মথকরা সেই প্রসঙ্গ টেনে আরসিবি ভক্তদের কটাক্ষ করতে ছাড়তেন না কোথাও।

কিন্তু এবার সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হলেন কলকাতা নাইট রাইডার্স। গতকালের ম্যাচে যে অভিজ্ঞতা হল তাতে কেকেআর সমর্থকদের এবার আরসিবি সমর্থকরা কটাক্ষ করলে চমকে যাওয়ার কিছু কথা নয়। কারণ কালকের কেকেআর বনাম আরসিবি ম্যাচে কেকেআর ১০০ রানও করতে পারলেন না। ফলে কদর্যতম হারের সাক্ষী থাকল কেকেআর অনুরাগীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন, টস জিতে প্রথমে ব্যাটিং নেন মর্গ্যান। খেলা শুরু হতেই কেকেআরকে জোড়া ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই মেডেন আউট করেন রাহুল ত্রিপাঠি এবং নীতিশ রানাকে। এদিন আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ম্যাচে দুটি মেডেন ওভার দেওয়ার রেকর্ড গড়েন তিনি।

এরপর গিল ১ রান করে, টম ব্যান্টন ১০‌ রান, দীনেশ কার্তিকরা ৪‌ রান মর্গ্যান ৩০‌ রান, কুলদীপ ১২ রান এবং ফার্গুসেনর ১৯রান করেন। ফলত খেলার নির্ধারিত ২০ ওভারে ‌আট উইকেটের বিনিময়ে মাত্র ৮৪ রান করে কেকেআর। অন্যদিকে বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সিরাজ তিনটি, চাহাল দু’‌টি উইকেট নেন।

এরপর আরসিব থেকে ব্যাট করতে নামেন পাড়িক্কল এবং ফিঞ্চ। তবে ফিঞ্চ ১৬ রান এবং পাড়িক্কল ২৫ রানে আউট হন। তবে এরপর বিরাট–গুরকিরতমান জুটি আরসিবিকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রাতে পৌঁছতে বেশি কসরত করতে হয়নি। অন্যদিকে, কেকেআরের হয়ে কাল একমাত্র উইকেটটি নেন লকি ফার্গুসন।

তবে ক্রীড়াবিদদের মতে এদিন প্রথমেই ছিল চমক। কারণ খেলার ১২৯ ম্যাচ পর নারিন এবং রাসেল ছাড়া মাঠে এই প্রথম কেকেআরকে দেখা যায়। এর আগে সেই দৃশ্য শেষ দেখা গিয়েছিল ২০১২ সালে। এদিকে, এর মধ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে যেখানে আরসিবি নিজের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল, সেখানে এই হার কেকেআরের প্লে–অফে যাওয়ার রাস্তা আরও কঠিন করে দিল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!