এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন ফারোখ ইঞ্জিনিয়ার।

বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন ফারোখ ইঞ্জিনিয়ার।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে অস্ট্রেলিয়া সফর থেকে পিতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য ট্রোল করা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ফারোখ ইঞ্জিনিয়ার। বস্তুত, জানুয়ারি মাসেই তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তাই স্ত্রী অনুষ্কা শর্মার সাথে থাকার জন্য ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি ডে-নাইট অ্যাডিলেড টেস্টের পরে ছুটি নেন।

আর সেখানেই ব্যক্তিগত কারণে জাতীয় দলে নিজের দায়িত্ব পালন নিয়ে অনেকেই কোহলির সমালোচনা করেছিলেন। সেখানে বহুবার বিরাট কোহলি বা আনুষ্কা শর্মার সঙ্গে বিতর্কে জড়াতে দেখা গেছে সুনীল গাভাস্কারকে। সেখানে বিরাট কোহলি বাবা হওয়ার আগে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে বলে আবারও মুখ খুলেছিলেন তিনি।

সেখানে টি নটরাজন এবং রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ দিয়ে গাওস্করকে ক্রিকেটে বৈষম্যের অভিযোগ তুলতেও দেখা যায়। কিন্তু ফারোখ ইঞ্জিনিয়ার বিরাটের এই কাজকে একেবারেই অন্যায় বলে মনে করেননি। বরং এটাই বর্তমান যুগের ধারা বলেই বিরাটকে সমর্থন করতে দেখা গেছে তাঁকে। সেইসঙ্গে এহেন কাজের জন্য তাঁর ট্রোলড হওয়া অনুচিত বলেও জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একটি সাক্ষাৎকারে তিনি জানান, “বিরাট কোহলি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন। আমি এর সাথে সহমত নই। আপনি কাউকে ট্রোল করবেন কেন? প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য তিনি স্ত্রীর সাথে থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন, যা অন্যায় নয়”।

তাঁর কথায়, “আমার চারটি সন্তান রয়েছে। আমি তাদের কারো জন্মের সময়ই সেখানে উপস্থিত ছিলাম না। আমি সবসময় ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম। প্রকৃতপক্ষে, লর্ডসে একবার রানী আমার প্রথম সন্তানের জন্মের বার্তা দিয়েছিলেন। সুতরাং, আমার সময়ে এটা ঘটেনি বলে এর অর্থ এই নয় যে, এটি এখন ঘটবে না”।

তবে যদিও তিনি বিরাটের জায়গায় থাকলে ব্যক্তিগতভাবে ভারতের হয়ে খেলতেন, তবুও বিরাট কোহলিকেতাঁর পরিবারের সাথে থাকার জন্য তিনি দোষ দিচ্ছেন না বলেই জানিয়েছেন। তাঁর কথায়, এটিই আধুনিক প্রবণতা। তাই এটি কেবল একটি বয়সের পার্থক্য বলেই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!