এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিরাট কোহলিকে নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন গাভাস্কার। তুমুল জল্পনা ক্রিকেট জগতে

বিরাট কোহলিকে নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন গাভাস্কার। তুমুল জল্পনা ক্রিকেট জগতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর সেই সফরের মাঝপথেই বিরাট কোহালির দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে সুনীল গাওস্করকে। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটে বৈষম্যের অভিযোগ তুলতেও দেখা গেছে তাঁকে। যা নিয়ে আপাতত ক্রিকেট মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিন টি নটরাজন এবং রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ দিয়ে গাওস্করকে ক্রিকেটে এই বৈষম্যের অভিযোগ তুলতে দেখা গেছে। সেখানে বিরাটের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি নিজের কলামে লেখেন, আইপিএল প্লে-অফ চলার সময় প্রথমবারের জন্য নটরাজন বাবা হয়। কিন্তু তাঁকে বলা হয় অস্ট্রেলিয়া সিরিজের জন্য থেকে যেতে হবে।

কিন্তু সেইসময় তিনি নাকি ভারতীয় দলেও ছিলেন না। কেবল একজন নেট বোলার হিসেবেই ছিলেন। কিন্তু তবুও তাকে বাবা হওয়ার সময় ছুটি দেওয়া হয় না। সেখানে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে, জানুয়ারির তৃতীয় সপ্তাহের পরেই তিনি দেশে ফিরতে পারবেন বলে জানান হয়। তার আগে সদ্যোজাত মেয়ের মুখও দেখতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই বিরাট কোহলির কথা উল্লেখ করে তিনি বলেন, “উল্টোদিকে টিমের ক্যাপ্টেন বাবা হবে বলে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে। একেকজনের জন্য একেকরকম নিয়ম।’’ শুধু তাই নয়, এরসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ এনে তিনি বলেন, ‘‘অশ্বিনকেও মাঝেমাঝেই ভুগতে হয়েছে। সেটা ওর বোলিংয়ের জন্য নয়।”

তাঁর কথায়, “অশ্বিনের বোলিং নিয়ে একজন মূর্খও প্রশ্ন তুলবে না। কিন্তু ওকে সমস্যায় পড়তে হয়েছে টিম মিটিংয়ে সোজাসাপটা কথা বলার জন্য, বুদ্ধি-বিবেচনা প্রয়োগ করার জন্য।” প্রাক্তন ক্রিকেটের এই কিংবদন্তির কথায়, সহমত না হলেও বাকিরা চোখ বুজে, মাথা নেড়ে সবকিছুতে সায় দিলেও, অশ্বিন সেটা করে না। তাই একটা ম্যাচে একটু বেশি উইকেট না পেলেই ওকে পরের ম্যাচে বসতে হয় বলেই অভিযোগ এনেছেন তিনি।

তবে তাঁর অভিযোগ, এটা কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ক্ষেত্রে হয় না। সর্বশেষে ভারতীয় ক্রিকেটের কথা তুলে ধরে তিনি বলেন, এটাই ভারতীয় ক্রিকেট। বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন নিয়ম। সেইসঙ্গে তাঁর কথা বিশ্বাস না হলে একবার রবি অশ্বিন বা টি নটরাজনকে জিজ্ঞেস করে দেখার কথাও বলেছেন তিনি।

বস্তুত, এটা প্রথমবার নয়। এর আগেও বিরাট কোহলি বা আনুষ্কা শর্মার সঙ্গে বিতর্কে জড়াতে দেখা গেছে তাঁকে। সেখানে বিরাট কোহলি বাবা হওয়ার আগে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছে বলে আবারও মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। তবে এই কথার প্রেক্ষিতে ক্যাপ্টেনের তরফে কি প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!