কয়লা কাণ্ড নিয়ে চাঞ্চল্য, দুই নামী সংস্থার বিরুদ্ধে তৎপরতা সিবিআইয়ের! রাজ্য July 13, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই কয়লা এবং বালি নিয়ে অভিযোগ উঠতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ অস্বস্তিতে ফেলে দিয়েছে প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে রাজনীতিবিদদের। আর তার মাঝেই এবার দুই নামই সংস্থা ইসিএল এবং বিসিসিএলের একাধিক খনি থেকে কয়লা তোলার কাজে যুক্ত থাকার বেসরকারি সংস্থাকে মুনাফা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করল। যার পরিপ্রেক্ষিতে তৎপরতা গ্রহণ করতে দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, ইসিএল এবং বিসিসিএলের দশজন প্রাক্তন কর্তার বিরুদ্ধে ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ উঠেছে। মূলত, কয়লা তোলার জন্য একাধিক বেসরকারি সংস্থাকে 2012 সালে ঠিকা দেওয়া হয়েছিল। তবে ওই সমস্ত সংস্থা শ্রমিক-কর্মচারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছিল বলে অভিযোগ। যেখানে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের অত্যন্ত কম পারিশ্রমিক দেওয়া হচ্ছিল। পরবর্তীতে গোটা বিষয়টি আদালতে পৌঁছে গেলে একটি কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির তদন্ত থেকেই উঠে আসে বিস্ফোরক তথ্য। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যেখানে জানা যায়, পুরনো হারে শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। আর তারপরেই যাতে নতুন করে বেতন দেওয়া যায়, তার জন্য সেই কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়ার সাথে সাথেই সেই সংস্থা তাদের কাজ বন্ধ করে দেয়। যার ফলে ব্যাপক চাপে পড়ে যায় শ্রমিকরা। এদিকে এই গোটা বিষয়ে জটিলতা তৈরি হতেই সিবিআইয়ের হাতে তদন্তভার পৌঁছে যায়। আর তারপরেই সিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত করে জানা যায় যে, গোটা বিষয়ে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে এই দুই সংস্থার প্রায় 10 জন কর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বিশেষ সূত্র মারফত খবর, এই 10 জন কর্তার মধ্যে রয়েছেন দুই সংস্থার প্রাক্তন দুই সিএমডি। অর্থাৎ ধীরে ধীরে যে কয়লা নিয়ে দুর্নীতির রহস্য ভয়াবহ ভাবে ভেদ হচ্ছে, তা বলাই যায়। আগামী দিনে এই ব্যাপারে যদি আরও বেশি করে তৎপরতা অবলম্বন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে একাংশের মধ্যে। কেননা বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের কয়লা পাচার নিয়ে শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই মামলার সঙ্গে সেই মামলার কোনো যোগ নেই বলেই জানিয়ে দিয়েছেন তদন্তকারীরা। কিন্তু গোটা বিষয় নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -