এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > “ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না”! ডায়মন্ডহারবারের ঘটনায় নাম না করে অভিষেককে তোপ কৈলাসের

“ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না”! ডায়মন্ডহারবারের ঘটনায় নাম না করে অভিষেককে তোপ কৈলাসের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বুধবার দিল্লি থেকে কলকাতায় আসার পর আজ ফিরে যাওয়ার আগে জেপি নাড্ডার আজকের গন্তব্য অভিষেক-গড় ডায়মন্ডহারবার বলে জানা গিয়েছিল। আর সেখানেই জে পি নাড্ডার সভা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যায়। অভিযোগ যে, সভায় যাওয়ার পথে এদিন জেপি নাড্ডা এবং কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়।

বিক্ষোভকারীরা মুকুল রায়ের গাড়িতেও ভাঙচুর করে বলে জানা গেছে। সেইসঙ্গে বিজেপি নেতা অনুপম হাজরার গাড়িতেও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। অন্যদিকে তথ্য সূত্রে জানা গেছে, ঘটনায় কৈলাস বিজয়বর্গীয় হাতে চোট পেয়েছেন। এরপর পরিস্থিতি বেগতিক দেখেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অমিত শাহর মন্ত্রককে ঘটনার বিস্তারিত তথ্য জানান বলে জানা গেছে।

এছাড়া অমিত শাহর সঙ্গে জেপি নাড্ডার কথা হয় বলেও জানা যায়। তথ্য সূত্রে জানা গেছে, এই চিঠি পেয়েই নাকি কেন্দ্র নড়েচড়ে বসেছে। কেন্দ্রের তরফে রাজ্যের থেকে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলেও জানা গেছে। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ইটবৃষ্টির নেপথ্যে তৃণমূলের একটি সভাকেই দায়ী করা হয়েছে।

আপনার মতামত জানান -

সেই সভায় নাকি হাজির ছিলেন শওকত মোল্লা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মাত্র একদিনের নোটিসেই নাকি শিরাকোলে তৃণমূলের মিছিলে বিপুল তৃণমূল কর্মী সমর্থক আসেন। এবং জেপি নাড্ডা ও রাকেশ সিংয়ের গাড়ি সেখানে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিজেপির নেতৃত্বের ওপর সেই হামলার ঘটনা ঘটেছে বলেই অভিযোগ করা হয়েছে।

শিরাকোলে বিজেপির কনভয়ে হামলা নিয়ে এরপর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করতে দেখা যায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়কে। তাঁর কথায়, “পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে। ভাইপোর গুন্ডারা পুলিশকে ভয় পায় না”। এদিন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় আরো অভিযোগ করেন যে, টার্গেট করেই হামলা করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, বিরোধীদের আটকানোর চেষ্টা করা হয়েছে। চারপাশ ঘিরে ধরে হামলা করা হয়েছে। তাঁর গাড়িও ভাঙচুর হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, “কনভয় লক্ষ্য করে দুপাশ থেকে ইটবৃষ্টি হয়। গণতন্ত্রকে খুন করা হয়েছে। ভাইপোর গুন্ডাদের পুলিশের ভয় নেই। পুলিশের সামনেই হামলা হয়েছে। জনতা এর জবাব দেবে।”

একের পর এক গাড়িতে বেপরোয়াভাবে ভাঙচুর চালানোর সঙ্গে সঙ্গে কাচের বোতলের টুকরো লেগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলেও জানা গেছে। সেইসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয়ও চোট পেয়েছেন। এমনকি বাদ যাননি বিজেপি নেতা অনুপম হাজরার গাড়িও।

জানা গেছে, সংবাদমাধ্যমের গাড়িতেও ভাঙচুর চলে। রাস্তার দুপাস থেকে উড়ে আসা ইটের ঘায়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ির কাচও ভেঙে যায় বলেও জানা গেছে। অন্যদিকে, এই ঘটনার কথা জানতে পেরে সৌগত রায় এই ঘটনার নিন্দা করেছেন বলে জানা গেছে। যদিও বিজেপির দাবি তৃণমূলের দুষ্কৃতীরাই এহেন কাজ করেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!