এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কৈলাস-দিলীপের জন্যেও কি তৃণমূলের রাস্তা খোলা! মমতার কাছে আবেদন বিজেপি নেতার!

কৈলাস-দিলীপের জন্যেও কি তৃণমূলের রাস্তা খোলা! মমতার কাছে আবেদন বিজেপি নেতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই “কেডিএস” নামক শব্দ প্রয়োগ করে দলের একশ্রেণীর নেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায়। এক্ষেত্রে কেডিএস বলতে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননকে বুঝিয়েছিলেন তিনি। আর এবার অর্জুন সিংহ যখন তৃণমূলে যুক্ত হলেন, ঠিক তখনই ফের আরও একবার বিস্ফোরক টুইট করলেন সেই তথাগত রায়। যেখানে আবারও কেডিএস শব্দ প্রয়োগ করে তাদেরকেও দলে নিয়ে নিন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন তথাগত রায়। যেখানে তিনি লেখেন, “মমতা আপনি বিজেপির ভেতরে ট্রয়ের ঘোড়া ঢুকিয়ে দিতে সফল হয়েছেন। অর্জুনের ঘর ওয়াপসিকে স্বাগত। এবার বাকিদের নিয়ে নিন। কেডিএসকেও নিয়ে নিন। আপনি এখন মুখ্যমন্ত্রী। আর কী চাইতে পারেন!” স্বভাবতই তথাগত রায়ের এই ট্যুইটের পরেই নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনেকে বলছেন, কার্যত কেডিএস বলতে বিজেপির একশ্রেণীর নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের সঙ্গে যে তৃণমূলের গোপন বোঝাপড়া হচ্ছে, তা ব্যাখ্যা করার চেষ্টা করলেন এই তথাগত রায়। আর বর্তমান পরিস্থিতিতে তথাগতবাবুর এই টুইট যে রাজ্য বিজেপিকে আরও চাপের মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!