এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোকেন কান্ড ঘিরে আবার চাঞ্চল্য, এবার কোকেন সমেত ধরা পড়লেন ধৃত বিজেপি নেতার ঘনিষ্ট

কোকেন কান্ড ঘিরে আবার চাঞ্চল্য, এবার কোকেন সমেত ধরা পড়লেন ধৃত বিজেপি নেতার ঘনিষ্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোকেন কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে, যা রীতিমতো চাঞ্চল্যকর। কিছুদিন আগেই কলকাতার রাস্তা থেকে কয়েক লক্ষ টাকার কোকেনসহ হাতেনাতে ধরা পড়েছিলেন বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী এবং তাঁর সহকারী য়ারেক বিজেপি কর্মী প্রদীপ দে। এর পরেই বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ভরা আদালত চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে নাম নেন আরেক হেভিওয়েট বিজেপি নেতা রাকেশ সিংয়ের। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে।

আর এবার গতকাল রাতে নিউ আলিপুর থানার পুলিশের আরেকজন গ্রেপ্তার হলেন কোকেনকান্ডে। ধৃত প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটিকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে 900 গ্রাম কোকেন, যার বাজারমূল্য বেশ অনেকটাই বলা যেতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে উঠে আসছে, প্রিয়াঙ্কা সিং এর সঙ্গে রাকেশ সিংয়ের ভালো সম্পর্কের কথা। খুব স্বাভাবিকভাবেই এই  তথ্য যথেষ্ট জল্পনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে প্রিয়াঙ্কা সিং এর সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীদের যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রিয়াঙ্কা তাঁদের সাথে কোকেন আদান প্রদান করতেন বলে সূত্রের খবর। আপাতত পুলিশি তদন্ত চলছে। অন্যদিকে জানা গিয়েছে, ধৃত প্রিয়াঙ্কা সিংকে আলিপুর আদালতে তোলা হবে খুব শীঘ্রই। এবং অনুমান জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পুলিশি হেফাজতের আবেদন করা হবে। এর আগে ধৃত পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছিল 100 গ্রাম কোকেন। আর এবার উদ্ধার হল সাড়ে 900 গ্রাম কোকেন। যেভাবে কলকাতার বুকে কোকেনের পরিমাণ বাড়তে চলেছে, তা যে যথেষ্ট উদ্বেগজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

যুব বিজেপি নেত্রী পামেলা গোস্বামী কোকেন কান্ডে ধরা পড়ায় খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের মুখ পড়েছিল। তারপর বিজেপি নেতা রাকেশ সিং ধরা পড়েন। আর এবার এমন একজন ধরা পড়লেন, যার সাথে রাকেশ সিংয়ের ভালো সম্পর্কের খোঁজ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে যেখানে গেরুয়া শিবির নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে চাইছে, সেখানে এ ধরনের ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই নির্বাচনী লড়াইয়ে তার প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!