এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোকেন কান্ডে পুলিশি হেফাজত ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

কোকেন কান্ডে পুলিশি হেফাজত ধৃত বিজেপি নেতা রাকেশ সিংয়ের, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দিনভর জল্পনার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন বিজেপি নেতা রাকেশ সিং। প্রসঙ্গত রাকেশ সিংয়ের নাম এসেছে কোকেন কাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবেইয়ে। উল্লেখ্য, সম্প্রতি পুলিশের হাতে ধরা পড়েছেন বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গী প্রদীপ দে কয়েক লক্ষ টাকার কোকেন সমেত। এরপরেই আলিপুর আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে পামেলা সাংবাদিকদের সামনে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে। আর তারপরে লালবাজার গোয়েন্দা দপ্তর এই কোকেন কেস হাতে নেয় এবং রাকেশ সিংকে লালবাজারে ডেকে পাঠানো হয়। তাঁকে হাজিরার সময় দেওয়া হয় মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত।

কিন্তু তার মধ্যেই রাকেশ সিং ইমেইল পাঠিয়ে জানিয়ে দেন, তিনি দিল্লি রয়েছেন। তাই লালবাজারে হাজির হতে পারবেন না। অবশেষে রাতের মধ্যেই বর্ধমানের গোলসি থেকে রাকেশ সিং গ্রেপ্তার হন এবং তাঁর দুই ছেলেকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ রাকেশ সিংকে আলিপুর জেলা আদালত তোলা হয়। সেখানে আগামী পয়লা মার্চ পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু চাঞ্চল্যকরভাবে রাকেশ সিং আজ তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের বিরুদ্ধে। এদিন রাকেশ সিংকে আলিপুর আদালত তোলা হলে সরকার পক্ষের আইনজীবী বিচারকের কাছে রাকেশ সিংয়ের পুলিশি হেফাজত চান।

এ প্রসঙ্গে তিনি জানান, পামেলা গোস্বামীর মুখোমুখি রাকেশ সিংকে বসিয়ে জেরা করতে চায় পুলিশ। যদিও এই গ্রেপ্তারি নিয়ে রাকেশ সিংয়ের আইনজীবীরাও একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছেন। রাকেশ সিংয়ের আইনজীবী প্রশ্ন তোলেন, যখন লালবাজারের উপস্থিত হওয়ার সময়সীমা ছিল বিকেল চারটে, তাহলে দুপুর একটার সময় রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ পৌঁছালো কেন? হঠাৎ করেই কলকাতা পুলিশ এত সক্রিয় হয়ে উঠলো কেন রাকেশ সিংকে গ্রেফতারের ব্যাপারে? আর এ কথার উত্তরে সরকার পক্ষের আইনজীবী জানান, রাকেশ সিং পুলিশি জেরা এড়াতে রাতারাতি কলকাতা ছেড়ে চলে যাবার পরিকল্পনা করেছিল। আর তাই বর্ধমানের গোলসি পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাকেশের আইনজীবী এ কথা পুরোপুরি অস্বীকার করে জানান, রাজনৈতিক কাজে যোগ দিতে গিয়েছিলেন রাকেশ। অন্যদিকে রাকেশ সিংয়ের সঙ্গে তাঁর এক সহযোগী জিতেন্দ্র সিংকেও গ্রেফতার করা হয়েছে। রাকেশ সিংয়ের আইনজীবী দাবী করেন, লালবাজার গোয়েন্দা দপ্তর থেকে জিতেন্দ্র সিংকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যদিও সরকার পক্ষের আইনজীবী এই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। দীর্ঘক্ষণ তর্কবিতর্কের পর অবশেষে আলিপুর আদালতের 4 নম্বর এনডিপিএস কোর্টের বিচারক রানা দাম রাকেশ সিংয়ের পয়লা মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পাশাপাশি পুলিশের হাতে আটক রাকেশ সিংয়ের দুই ছেলেকে দায়রা আদালত এদিন জামিন দিয়েছে। তবে এদিন রাকেশ সিং যেভাবে তৃণমূল নেতা নেত্রীদের নামে অভিযোগ করছেন ষড়যন্ত্রকারী হিসেবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। আপাতত রাকেশ সিংয়ের পুলিশি হেফাজতের মধ্যে নতুন কোন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে কিনা মাদক কাণ্ডে সেদিকেই এখন নজর সবার। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচন যখন শিয়রে, ঠিক সেসময় কোকেন কাণ্ডে গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের নাম জড়ানোয় এর মাশুল গুনতে হতে পারে বিজেপিকে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!