এখন পড়ছেন
হোম > জাতীয় > কোলকাতার সব আসনেই নাকি জিতছে বিজেপি,এমনটাই দাবি করে রিপোর্ট গেছে দিল্লিতে

কোলকাতার সব আসনেই নাকি জিতছে বিজেপি,এমনটাই দাবি করে রিপোর্ট গেছে দিল্লিতে

বাংলায় এবার ঘাঁটি শক্ত করতে চাইছে বিজেপি আর ২০১৯ এ ফের ক্ষমতায় আসতে বাংলা থেকে একটা বড় সংখ্যক আসন চাইছেন দিল্লি নেতৃর্ত্ব। সম্প্রতি বঙ্গে শাসকদলের পরে দ্বিতীয় শক্তিঘাঁটি হিসাবে উত্থান হয়েছে বিজেপির। বাম,কংগ্রেসেদের টপকে রীতিমতো নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে রাজ্যের গেরুয়াশিবির। আর ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় মহলে আশ্বাস গেছে যে লোকসভা ভোটে বঙ্গের ২২ টি আসনে উড়বে গেরুয়া ঝান্ডা এমনটাই এখন শোনা যাচ্ছে মুরালিধর সেনের বিজেপির পার্টি অফিসের অন্দরে। শুধু আশ্বাস -ই নয়, রীতিমতো যথাযথ কারণ দেখিয়ে আসনের নাম তালিকাবদ্ধ করে পাঠানো হয়েছে অমিত শাহের দরবারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এর ভিতর প্রধান যায়গায় নাম আছে খোদ কোলকাতার। বলা হয়েছে ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকেই উওর এবং দক্ষিন কোলকাতার আসনগুলো বিজেপির দখলে। লোকসভা ভোটে উওর কোলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা একবারে ভোট বাড়িয়ে ছিলেন ২১.৬৬%। ওই এলাকার তৃণমল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে তা প্রায় ১০% বেশি। মূলত হিন্দিভাষী এলাকাগুলোতেই বিজেপির প্রভাব বেশি পড়েছে। এছাড়াও দক্ষিণ কোলকাতায়ও বিজেপির একই প্রতাপ এমনটাই দাবী রাজ্য বিজেপিমহলের অন্দরে। তাদের দাবি যে ওখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নিজের ঘাঁটি থাকা সত্ত্বেও যখন বামেদের পেছনে সরিয়ে দ্বিতীয় জায়গাটি করে নিতে সক্ষম হয়েছিলো বিজেপি।তাই বড় সংখ্যক ভোটে জিতবে তারা। এই আসনেই গতবার ভোটে দাঁড়িয়েছিলেন তথাগত রায়,যিনি বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল। ইনিও বিজেপি তরফের ২১.৩৩% ভোট বাড়াতে সফল হয়েছিলেন। এই আসনেই তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি ৩৬.৯৫% নিয়ে জয় পেলেও হিসাব বলছে তাঁর ভোট কমেছিলো প্রায় ২০.২৪%। এরকমই ভোট কমেছিলো(প্রায় ১১%) বামেদের তরফের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ের। এদের ভোট কমে সেই ভোটগুলো ঢুকেছিলো বিজেপিশিবিরে। কোলকাতার উওর দক্ষিন দুই দিকের আসনগুলোতে বিজেপির দাপুটে নেতাদেরই লোকসভা ভোটে দাঁড় করাবেন পদ্মশিবির। এমনটাই পরিকল্পনা চলছে নাকি দলীয় অন্দরে জল্পনা এমনটাও ।

শুধু গত লোকসভাই নয়, ২০১৬ র বিধানসভা নির্বাচনেও বিজেপি নিজস্ব শক্তি প্রকাশ করেছে বঙ্গের মাটিতে। তাই সামনের লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতায় তাঁরা জায়গা করে নেবে প্রথম স্থানে,এমনটাই দাবী নাকি দিলীপ ঘোষেদের। তাই জয়ের পথ যে কতটা স্বচ্ছ সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য গেরুয়াপার্টির তরফ থেকে নাকি পাঠানো হয়েছে কেন্দ্রীয় বিজেপিমহলে। তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ বিজেপির নেতারা। তাদের দাবি এমন রিপোর্ট গেছে কিনা জানা নেই,  তবে বড় সংখ্যক আসন যে বিজেপি জিতবে তাতে কোনো সন্দেহ নেই। কেননা মানুষ মন থেকে পরিবর্তনের পরিবর্তন চাইছেন আর ২০১৯ এ কেন্দ্রীয় বাহিনীর তত্বাবধানে সত্যি করে ভোট হবে ভোটের নামে প্রহসন নয়। তাই বিজেপি ভালো ফল করবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!