এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কলকাতার অদূরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, গুরুতর জখম 10 বছরের নাবালিকা

কলকাতার অদূরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, গুরুতর জখম 10 বছরের নাবালিকা

গোষ্ঠী কোন্দল এর জেরে বারবারই খবরের শিরোনামে উঠে আসে শাসকদলের নাম। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল কে কেন্দ্র করে বোমাবাজির মতো ঘটনাও নতুন নয়। আরিফ আর উত্তর ২৪ পরগনার কাঁচরা পাড়া এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হলো ১০ বছরের নাবালিকা।স্থানীয় সূত্রে জানা গেছে একদল দুষ্কৃতী তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করে ও পরে বোমাবাজি করে। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন মুকুল পুত্র ও স্থানীয় বিধায়ক শুভ্রাংশু রায়। এমনিতেই মুকুল রায় দল ছাড়ার পরে শুভ্রাংশু রায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানান, তার এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে গেছে। ক্রমশ বাড়ছে বহিরাগতদের আনাগোনা। আর এবার এই বোমাবাজি তার সেই চিঠির গুরুত্বকে যথেষ্ট বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর,সোমবার গভীর রাতে কাঁচরাপাড়া ৪ নম্বর তৃণমূল পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। তারপরে সেখানে তারা ব্যাপক বোমাবাজি ও করে।সেই সময় ওই এলাকা দিয়ে মায়ের সঙ্গে ওষুধ কিনে বাড়ি ফিরছিল ১০ বছরের নাবালিকা বর্ষা সরকার। কোমরে ও পায়ে বোমার আঘাত লেগে গুরুতর আহত হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কাঁচরাপাড়া রেলওয়ে হাসপাতালে কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এই মুহূর্তে বর্ষা আশঙ্কাজনক অবস্থায় জে এন এন হাসপাতালে ভর্তি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

খবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী। আসেন বীজপুরের বিধায়ক তথা মুকুল পু্ত্র শুভ্রাংশু রায়। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন।এবং আহত নাবালিকার পরিবারকে সমস্ত রকম সাহায্য করা হবে বলে আশ্বাস দেন। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ খোঁজ চলছে দুষ্কৃতীদের। তবে মুকুল রায় দল ছাড়ার পর এই ধরণের দুষ্কৃতী দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়া ও বোমাবাজির ঘটনায় যথেষ্ট জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!