এখন পড়ছেন
হোম > রাজ্য > খোদ কলকাতায় লালবাতি লাগানো গাড়ি থেকে উদ্দার হলো গাঁজা

খোদ কলকাতায় লালবাতি লাগানো গাড়ি থেকে উদ্দার হলো গাঁজা


একটি লালবাতি গাড়ি তাতে লাগানো নম্বর প্লেট দেখে এক নজরে মনে হবে প্রতিবেশী রাজ্য থেকে কোনো সরকারী কাজে এসেছেন কোনো আধিকারিক। কিন্তু বাস্তবে ঐ গাড়ির ডিকি খুলতেই উদ্ধার হলো ৬০ কিলোগ্রাম গাঁজা। যা কিনা একাধিক প্যাকেটে ভরে পাচার করা হচ্ছিলো। যার বাজারদর ৬ লাখ ১৪ হাজার টাকা। শহরে কাস্টমসের আধিকারিকদের নাকের ডগায় এমন অভিনব উপায়ে গাঁজা পাচার হতে পারে এমন ধারণা কথা তাদের কল্পনাতেও ছিলো না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কাস্টমসের কাছে গোপন সূত্রে খবর ছিল যে, ওড়িশা থেকে গাজা এনে পাচার করা হবে বনগাঁর দিকে।তবে সেটা যে “Govt. Of India” লেখা এবং লালবাতি লাগানো হবে তা তাঁদের জানা ছিলোনা। জানা যাচ্ছে বাগবাজারের গ‍্যালিফ স্ট্রিটে গাড়িটির সন্ধান পাওয়া যায়। এই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে কী না কাস্টমস সূত্রে সে কথা এখনও জানানো হয়নি। তবে লালবাতি লাগানো গাড়িতে কীভাবে গাঁজা পাচার হচ্ছিল, তা জানতে ওড়িশার কাস্টমসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!