এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখে কলকাতায় উদ্ধার 10 কোটি টাকার সোনা, 70 হাজার লিটার মদ ও 5 লক্ষ টাকার জাল নোট

ভোটের মুখে কলকাতায় উদ্ধার 10 কোটি টাকার সোনা, 70 হাজার লিটার মদ ও 5 লক্ষ টাকার জাল নোট


ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় অবাধ ও শান্তিপূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন করাতে যখন কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন, ঠিক তখনই 24 ঘন্টায় খোদ শহর কলকাতা থেকে প্রায় 10 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

নির্বাচন কমিশন সূত্রের খবর, কলকাতা থেকে আয়কর দপ্তর প্রায় 9 কোটি 74 লক্ষ 50 হাজার টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, এই বিপুল পরিমাণ সোনা কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বিগত 2014 সালের লোকসভা নির্বাচনে গোটা ভোট প্রক্রিয়ার সময় 9.6 কোটি এবং গত 2016 সালের বিধানসভা নির্বাচনে 7.8 কোটি টাকা উদ্ধার হলেও এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত মোট 10 কোটি 30 লক্ষ 84 হাজার টাকা উদ্ধারের ঘটনায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বউ বাজার থানা এলাকা থেকে বিনোদ কুমার যাদব নামে বিহারের মজফফরপুরের বাসিন্দাকে 5 লক্ষ টাকার জাল নোট সহ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করেছে। তবে শুধু কালো টাকা উদ্ধারই নয়, মদ উদ্ধারেও বড়সড় সাফল্য পাওয়া গেছে বলে খবর।

সূত্রের খবর, এখনও পর্যন্ত মোট 84 হাজার 74 লিটার মদ উদ্ধার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সিইও সঞ্জয় বসু বলেন, “প্রতিদিন আয়কর দপ্তরকে বাজেয়াপ্ত করা টাকা এবং সোনার হিসেব নির্বাচন কমিশনকে দিতে বলা হয়েছে।” সব মিলিয়ে এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে শহর কলকাতা থেকে প্রচুর পরিমাণে টাকা এবং মদ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!