এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা বন্দর এলাকায় ভোট প্রক্রিয়ায় বিজেপিকে বাধা, কাঠগড়ায় তৃণমূল

কলকাতা বন্দর এলাকায় ভোট প্রক্রিয়ায় বিজেপিকে বাধা, কাঠগড়ায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ চলছে নির্বাচনের সপ্তম দফা। আজ বেশ কিছু স্থান থেকে বিক্ষিপ্ত গন্ডগোল, অশান্তির খবর বারবার উঠে আসছে। আজ কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ড কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওয়াটগঞ্জের পুর স্বাস্থ্যকেন্দ্রের বুথে বিজেপির তিনজন এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে, অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি।

বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলের এজেন্টরা তাঁদের এজেন্টদের বুথে বসতে দেয়নি। ঘটনায় দুদলের কর্মীদের মধ্যে বচসা, বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে উপযুক্ত পরিমাণে পুলিশের উপস্থিতি ছিল না বলেও অভিযোগ উঠেছে। শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বেশ কিছুটা সময় পর বুথে বসতে দেয়া হয় বিজেপির এজেন্টদের। এরপর থেকে এখনো পর্যন্ত এখানকার পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে একাধিক বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করেছেন, বালিগঞ্জ শিক্ষা সদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্র নাথ বিদ্যাপীঠ, নব নালন্দা স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনী তাঁকে প্রবেশে বাধা দেয়। তিনি অভিযোগ করেছেন, এই বিধানসভা কেন্দ্রে ২০ টি ইভিএম বিকল হয়ে পড়েছে। এজন্য ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি।

আবার, আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন, বিভিন্ন রকম টালবাহানা করে ভোটে বিলম্ব করাতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জানিয়েছেন যে, ভোটগ্রহণপর্ব ঠিকমতই চলছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও কার্যকলাপকে প্রশংসা করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!