এখন পড়ছেন
হোম > অন্যান্য > কলকাতায় করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত দুজন। তীব্র উত্তেজনা জনমনে

কলকাতায় করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত দুজন। তীব্র উত্তেজনা জনমনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা পরিস্থিতি আবারও লাগামছাড়া হতে শুরু করেছে। সেখানে জানা গেছে, পশ্চিমবঙ্গে সম্প্রতি ৫৩.৩৮ লক্ষ করোনা কেস হয়েছে। যার মধ্যে ৯,৪০১ জন মারা গেছেন। সেখানে কলকাতায় প্রায় ১.২০ লক্ষ রোগী রয়েছে, যা কিনা সর্বাধিক সংখ্যক রোগীর মাত্রায় পৌঁছেছে। অন্যদিকে, করোনা সক্রিয় কেসগুলি অবশ্য গত দুই মাস ধরে কমে বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে।

সেখানে সম্প্রতি নতুন করোনা স্ট্রেনের জন্য মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। যদিও এ ক্ষেত্রে হু এর থেকে আতঙ্কিত না হওয়ার বার্তাই দেওয়া হয়েছে, সেখানে যুক্তরাজ্য থেকে প্রত্যাবর্তনের পর কলকাতায় দু’জন করোনা পজিটিভ হয়েছে বলেই জানা গেছে। এদিন একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন যে সংক্রামিত ব্যক্তির নমুনাগুলি বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন।

আর সেখানেই এই তথ্য সামনে এসেছে। এদিন তিনি জানান, রবিবার কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে দুজন লোক কোভিড -১৯ এর পরীক্ষায় পজেটিভ হয়েছে। তিনি জানান ওই দুজন যে বিমানটিতে এসেছিলেন, সেটি লন্ডন থেকে এসেছিল। তাদের এখন দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে বিশেষজ্ঞরা তাদের নমুনাগুলি বিশ্লেষণ করে এটি নতুন স্ট্রেন কিনা তা দেখতে চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনএস নিগম। যদিও করোনার এই সংক্রমণটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা করে ভারত সোমবার থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করার ঘোষণা করেছে বলেও জানা গিয়েছিল। এরই মধ্যে রবিবার ভোরে লন্ডন থেকে কলকাতায় আসা একটি ফ্লাইটে কমপক্ষে ২২২ জন যাত্রী ছিলেন।

অবতরণের সময় আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট না পাওয়া কমপক্ষে ২৫ জন যাত্রীর কলকাতায় পরীক্ষা করা হয়েছিল বলে জানা যায়। আর সেখানেই তাদের মধ্যে দুজন নতুন কোভিড -১৯ পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। সেখানে তাঁদের বর্তমানে দুটি পৃথক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায়। এদিন কলকাতা বিমানবন্দরের পরিচালক কৌশিক ভট্টাচার্য এর তরফে জানান হয়েছে যে, লন্ডন থেকে আসা সেই যাত্রীদের, যাদের নামার সময় আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেই, তাদের কলকাতা বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়।

সেইসঙ্গে ওই দু’জন যাত্রীর মধ্যে একজনকে কলকাতা মেডিকেল কলেজে এবং অপরজনকে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য কর্তার তরফে জানান হয়েছে যে, এই দুই ব্যক্তির যোগাযোগের ইতিহাস যাচাই করা হচ্ছে। সেইসঙ্গে গত সাত দিনে লন্ডন থেকে কলকাতায় আসা সমস্ত যাত্রীর সাথে যোগাযোগ করার এবং তারা কোয়ারান্টিন নীতি অনুসরণ করছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টাও চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!