এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  ফের রাজ্যে করোনা সংক্রমণ! বেড়েই চলেছে আতঙ্ক !

 ফের রাজ্যে করোনা সংক্রমণ! বেড়েই চলেছে আতঙ্ক !

“করোনা ভাইরাস” নামটা শুনতে ছোট হলেও, এর ভয়াবহতা চরম‌। যত দিন যাচ্ছে, ততই তা চরমভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে। এই ভাইরাস কোনো বিধিনিষেধ মানে না। কখন, কাকে আক্রমণ করবে, তা কেউ জানতে পারছেন না। প্রশাসনিক স্তরে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সুফল মিলছে না। এবার কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যেও সংক্রমিত হওয়ার ঘটনা ঘটে গেল।

সূত্রের খবর, মঙ্গলবার এই কলকাতা মেডিকেল কলেজের এক চিকিৎসক এবং 4 নার্স করোনাতে আক্রান্ত হলেন। যার ফলে এখন ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। স্বাভাবিকভাবেই চিকিৎসকরা যারা আর্তের সেবায় নিয়োজিত, তারাই যদি এভাবে আক্রান্ত হয়ে পড়েন, তাহলে জনমানসে এই করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আমরা তীব্র আতংক দেখা দিতে শুরু করবে। বর্তমানে সেই দিকটিই লক্ষ্য করা যাচ্ছে বাংলায়।

জানা গেছে, কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের এক জুনিয়র চিকিৎসক জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন আক্রান্ত হন। শুধু তাই নয়, চার জন নার্স এই রোগে আক্রান্ত হয়েছেন। তবে আশঙ্কার কারণ, যে চারজন নার্স এর মধ্যে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে একজন অন্যান্যদের সঙ্গে একটি গাড়িতে যাতায়াত করেছেন। ফলে সেই গাড়িতে যাতায়াতকারী অন্যান্যদের মধ্যেও এই রোগ ছড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গোটা ব্যাপারটি আটকাতে এদিন স্বাস্থ্য ভবনে কলেজ কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আক্রান্তদের প্রাইমারি এবং সেকেন্ডারি কনট্যাক্টদের খুঁজে তাদের কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষা করতে হবে। তবে বেলেঘাটা আইডি হাসপাতালে এখনও পর্যন্ত একজনও করোনায় আক্রান্ত না হওয়া সত্ত্বেও, কেন অন্যান্য হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেরই আশঙ্কা, বেলেঘাটা আইডিতে অত্যন্ত সচেতন ভাবেই চিকিৎসা চলছে। কিন্তু অন্যান্য হাসপাতালগুলোতে কিছুটা গা ঢিলেমি দেওয়ার কারণেই এই রোগের সংক্রমণ চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মীদের শরীরে প্রবেশ করছে। যার ফলে বাড়ছে আশঙ্কা। এদিকে এদিন নবান্নে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সকলকে অবহিত করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। যেখানে তিনি বলেন, গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে 29 জন আক্রান্ত হয়েছেন। করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা 245 থেকে বেড়ে 274 হয়েছে।

আর প্রতিনিয়ত পরিস্থিতি পাল্টানোয় এখন কিছুটা হলেও অস্বস্তি গ্রাস করছে রাজ্য প্রশাসনের অন্দরে। এদিন এই প্রসঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, “প্রতিদিন পরিস্থিতি পাল্টাচ্ছে। কোনোদিন বেশি সংক্রমনের খবর আসছে, কোনদিন কম। তা বলে সন্তুষ্টির অবকাশ নেই।” তবে রাজ্যের ন’টি জেলায় গত 30 দিনে কোনো সংক্রমিত হয়নি বলে জানিয়েছেন রাজীব সিনহা। সব মিলিয়ে কোলকাতা মেডিকেল কলেজে নতুন করে আক্রান্ততে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!