এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতাকে “সাজাতে” দুর্গাপ্রতিমা বিসর্জন না করে এবার ঝিলপাড়ে বসাবেন নেতারা!

কলকাতাকে “সাজাতে” দুর্গাপ্রতিমা বিসর্জন না করে এবার ঝিলপাড়ে বসাবেন নেতারা!

কিছুদিন আগেই কেন্দ্রের তরফে এক নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল, এবার প্রতিমা নিরঞ্জন গঙ্গায় দেওয়া যাবে না। সেক্ষেত্রে গঙ্গা দূষণ রোধ করতেই কেন্দ্রের পক্ষ থেকে এরুপ নির্দেশ জারি করা হয়েছিল বলে দাবি বিশ্লেষকদের। যা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের মধ্যে চরম পরিমাণে দ্বৈরথ সৃষ্টি হয়েছিল। তবে এবার একদিকে কেন্দ্রের নির্দেশকে পরোক্ষ সমর্থন করে প্রতিমা বিসর্জন দেওয়ার বদলে তা পাটুলির সৌন্দর্যায়নের জন্য ঝিলপাড়ে রাখার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।

বস্তুত, কলকাতার নাকতলা উদয়ন সংঘের এবারের মন্ডপসজ্জায় 10 হাজার কলসি ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি প্রতিমাটি ফাইবারের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছিল। আর প্রথম থেকেই সেই প্রতিমা যাতে বিসর্জন না দিয়ে দূষণ রোধ করতে ঝিলপাড়ে রেখে দেওয়া হয়, তা ক্লাবের কর্তাদের বলেছিলেন প্রতিমা শিল্পী ভবতোষ সূতার। আর সেইমত এবার গত শুক্রবার সরকারের উদ্যোগে রেডরোডে অনুষ্ঠিত হওয়া দুর্গা কার্নিভালে এই নাকতলা উদয়ন সংঘ অংশ নেওয়ার পর তাদের প্রতিমাটিকে বর্তমানে পাটুলিতে এনে ঢেকে রাখা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

তবে এই প্রথম নয়, এর আগে গত 2011 সালে এই নাকতলা উদয়ন সংঘের প্রতিমা মেহগনি কাঠ এবং পিতলের সংমিশ্রণ দিয়ে তৈরি করা হলেও সেটাকেও বিসর্জন না দিয়ে ইকোপার্কে বসিয়ে রাখা হয়। পাশাপাশি গত 2013 সালে এখানে পাথরের প্রতিমা তৈরি করা হলে সেটাকেও ইকোপার্কে রাখা হয়েছিল। আর এবার ফাইবারের প্রতিমা তৈরি হওয়ায় সেটাকে নদীতে বিসর্জন না দিয়ে ঝিলপাড়ে রাখছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিন এই প্রসঙ্গে নাকতলা উদয়ন সংঘের সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, “প্রতিমাটিকে ঝিলপাড়ে কোথায় বসানো হবে সেই জায়গা ঠিক হয়ে গিয়েছে। আগামী দু’দিনের মধ্যে প্রতিমাটিকে বসানো হবে। এবারে আমাদের প্রতিমা দেখে প্রত্যেক দর্শনার্থী উচ্ছ্বসিত। এই প্রতিমা যাতে সারা বছর মানুষ দেখতে পান, সেই কারণেই সেটিকে ঝিলপাড়ে বসানো হচ্ছে।”

এদিকে ক্লাব কর্তৃপক্ষের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কলকাতা পৌরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি বলেন, “কলকাতাকে সাজানোর জন্য প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা উচিত। একটা ক্লাব তাদের প্রতিমা সৌন্দর্যায়নের জন্য বসাচ্ছে, এটা অত্যন্ত ভালো খবর।” সব মিলিয়ে এবার দুর্গাপ্রতিমা বিসর্জন না করেই ঝিলপাড়ে তা বসিয়ে দিয়ে পরিবেশবান্ধব পরিস্থিতির বার্তা দিচ্ছে কলকাতার নাকতলা উদয়ন সংঘ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!