এখন পড়ছেন
হোম > অন্যান্য > কলকাতার এসি ট্রাম কোচে চালু হচ্ছে ওয়াইফাই সুবিধা। জানুন বিস্তারিত

কলকাতার এসি ট্রাম কোচে চালু হচ্ছে ওয়াইফাই সুবিধা। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমান যুগ প্রযুক্তির, নতুনত্বের। আর কলকাতার ট্রাম বাংলার মানুষের কাছে একটা আলাদা নস্টালজিয়া, ঐতিহ্যের ব্যাপার। সেখানে সম্প্রতি বর্তমান জেনারেশনের কাছে এই প্রযুক্তি আর ঐতিহ্যকে মেলানোর প্রচেষ্টা করতে দেখা গেছে ডাব্লুবিটিসিকে। সেখানে ডাব্লুবিটিসি’র ব্যবস্থাপনা পরিচালকের তরফে জানা গেছে যে, কলকাতা এসি ট্রামে ওয়াইফাই ব্যবস্থা চালু করা হচ্ছে।

সেখানে পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশনের (ডাব্লুবিটিসি) একজন কর্মকর্তার তরফে জানা গেছে, শুক্রবার থেকে এই ফ্রি ওয়াইফাই পরিষেবাটি চালু হয়েছে। সেখানে এটি আপাতত কেবল শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে চালু হলেও পরবর্তীকালে চাহিদা অনুসারে এটি এক মাসের মধ্যে সমস্ত ট্রামে বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

সেইসঙ্গে, ডাব্লুবিটিসি ট্রামকে বর্তমান প্রজন্মের কাছে আরো গ্রহণযোগ্য করার জন্য সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নিচ্ছে বলেও জানান এর চেয়ারম্যান। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ পরিবহণ কর্পোরেশনের (ডব্লুবিটিসি) এক কর্মকর্তার কথায় জানা গেছে, ঘোড়া টানানো গাড়ি থেকে আধুনিক কন্ডিশনার নিয়ন্ত্রিত কোচ পর্যন্ত কলকাতার ট্রাম ১৮৭৩ সাল থেকে দীর্ঘ পথ অতিক্রম করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে ট্রামে এই ওয়াইফাই ধারণাটি নতুন প্রজন্মের কাছে ট্রাম ব্যবস্থাকে এত বেশি আকর্ষণীয় করে তুলবে বলেই মনে করছেন ডাব্লুবিটিসি’র ব্যবস্থাপনা পরিচালক। এর সম্ভাব্য কারণ হিসেবে ডাব্লুবিটিসি জানিয়েছে যে, বর্তমানে মানুষের ট্রাম চড়া হ্রাস পাচ্ছে। তাই সেই কথা মাথায় রেখেই, বর্তমান সময়ের ইন্টারনেট ব্যবহারের কথা বুঝে ট্রামে ফ্রি ইন্টারনেট সেবা চালু করার কথা ভাবা হয়েছে।

সেইসঙ্গে এই ট্রামে ইয়ং রিডার্স ট্রামকার এবং ট্রাম লাইব্রেরি থাকবে বলেও জানা গিয়েছিল। সেখানে ইয়ং রিডার্স ট্রামকারে কোথাও যাওয়ার সময় শিশুরা বিনামূল্যে বই পড়ার জন্য বই পাবে। এছাড়া ট্রামের গ্রন্থাগারটিতে সমস্ত যাত্রীর জন্য বই এবং ম্যাগাজিন রাখা হয় বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!