এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কলকাতাকে বিদেশ দর্শনের অনুভূতি দিতে চান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়

কলকাতাকে বিদেশ দর্শনের অনুভূতি দিতে চান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়


কলকাতাকে বিদেশ দর্শনের অনুভূতি দিতে চান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। দেশে প্রথম আন্ডার ওয়াটার টানেল, গঙ্গার নীচে তৈরি হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ। গঙ্গার বুক থেকে প্রায় ২৬ মিটার নীচ দিয়ে ৫২০ মিটার লম্বা সুড়ঙ্গ পার করবে এই নতুন মেট্রো। বিদেশের মতো কলকাতাতেও মেট্রোয় চড়ে গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় মেট্রোর যাত্রীরা তা টের পাবেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠলে ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কেএমআরসিএল-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এই সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না উপরোন্তু গোটা যাত্রাপথে যাত্রীদের জন্য থাকতে পারে বাংলা গান শোনানোর ব্যবস্থাও। বিষয়টিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় ভারী শিল্প দফতরের প্রতিমন্ত্রী তথা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এদিন বলেন, ”অস্ট্রেলিয়া, নিউ ইয়র্কে মেট্রো চড়ার সময় বা ইংলিশ চ্যানেলের নীচ দিয়ে ভূগর্ভস্থ রেলে করে যাওয়ার সময় আমারও একই অভিজ্ঞতা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কলকাতায় দেশের প্রথম সুড়ঙ্গ হয়েছে গঙ্গার নীচে। এটা যে কোনো পদ্ধতিতে যাত্রীদের জানানো গেলে খুবই ভালো হবে। আমি নিজেও এই প্রস্তাব রাখব। এমনটা করা খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না।” এদিন তিনি শুধুমাত্র নিজের পরামর্শ প্রদান করে বলেন, ”এখন এফএম চ্যানেলগুলোতে বাংলা গান শোনানো প্রায় বন্ধই করে দিয়েছে। বিশেষত নতুন শিল্পীদের গান তো শোনানোই হয় না। এটা বাংলা গান আর নতুন শিল্পীদের কাছে বিরাট ধাক্কা। আমার ইচ্ছে, যাতে ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা রুটে ট্রেনের ভিতরে বাংলা গান বাজানো হয়। বিশেষত নতুন শিল্পীদের বাংলা গান এবং অ্যালবামকে অগ্রাধিকার দেওয়া।” কেএমআরসিএল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, “ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনার ভার থাকবে কলকাতা মেট্রো রেলের ওপরে। ফলে, মেট্রো ট্রেনগুলির ভিতরে কী কী ঘোষণা হবে, গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় তা যাত্রীদের জানানো হবে কি না, এই সব কিছুই মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!