এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তিন বছর পর হাইকোর্টে মামলা উঠতেই সারদা-কাণ্ডে নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের

তিন বছর পর হাইকোর্টে মামলা উঠতেই সারদা-কাণ্ডে নতুন করে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের

চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ঘিরে যখন উত্তাল বাংলা সহ জাতীয় রাজনীতি, তখন এই সংক্রান্ত একটি মামলায় নতুন করে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ল। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন গঠন করেন এবং ঘোষণা করেন সেই কমিশনের হাত দিয়েই এই কেলেঙ্কারিতে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেবেন। আর এর জন্য একটি ফান্ডও তৈরী করেন তিনি। একইসঙ্গে জানান, সেই ফান্ডে টাকা আসবে তামাকজাত দ্রব্যের উপর অতিরিক্ত কর বসিয়ে।

এই প্রসঙ্গে, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেন, একটু বেশি করে সিগারেট খাবেন, তাহলেই হয়ে যাবে! যা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। এদিকে শ্যামল সেন কমিশন দায়িত্ব পেয়ে কাজও শুরু করে এবং বেশ কিছু আমানতকারীকে টাকা ফেরতও দেওয়া হয়। কিন্তু, তারপরেই সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কেলেঙ্কারির তদন্তের দায়ভার হাতে নেয় সিবিআই। যেহেতু, বিচারাধীন বিষয় – তাই কমিশন আর কোনও টাকা ফেরত দেবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই মামলাতেই আজ শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচীর ও শেখর বি শরাফের ডিভিশন বেঞ্চে। যেখানে একঝাঁক অপ্রিয় প্রশ্নের পাশাপাশি, তার উত্তর আগামী ১০ দিনের মধ্যেই কলকাতা হাইকোর্টে জমা করার নির্দেশ দিলেন বিচারপতিরা। আজকের শুনানিতে বিচারপতিরা রাজ্য সরকারের কাছে জানতে চান, শ্যামল সেন কমিশন কত জনকে টাকা ফিরিয়েছে এবং কিসের ভিত্তিতে তাদের টাকা দেওয়া হয়েছে? সারদায় আমানতকারীরা কি ভাবেই বা টাকা ফেরত পেয়েছেন? কাজ শেষ হওয়ার আগে কেন শ্যামল সেন কমিশন বন্ধ হয়ে গেল?

এই সকল কঠিন প্রশ্নের উত্তর আগামী ১০ দিনের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকারের তরফে জানানো হয়, শ্যামল সেন কমিশন অনেক আমানতকারীকেই টাকা ফেরত দিলেও বেশ কিছু টাকা এখনও পরে রয়েছে। যা শুনে বিচারপতিরা পাল্টা প্রশ্ন তোলেন, যে অতিরিক্ত টাকা কমিশনের হাতে ছিল তা কি অন্য কোন এজেন্সি মারফত্‍ ফেরত দেওয়া যায় আমানতকারীদের? এই প্রশ্নের উত্তরও হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন বছর পর চিটফান্ড সংক্রান্ত শুনানির বিশেষ বেঞ্চে সারদা মামলা উঠতেই একাধিক কঠিন প্রশ্নবানে সামনে রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!