কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়ে বড় সিদ্ধান্তে সিলমোহর রাষ্ট্রপতির জাতীয় রাজ্য May 3, 2018 এতোদিনের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য পালন করতে চলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব। এ এক বড় সিদ্ধান্ত রাষ্ট্রপতির।রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এদিন শপথবাক্য পাঠ করালেন জ্যোতির্ময় ভট্টাচার্যকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। উপস্থিত ছিলেন কলকাতা ছাড়াও ওড়িশা, মাদ্রাজ ও দিল্লি হাইকোর্টের বিচারপতিরাও। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা জ্যোতির্ময়বাবাবু ১৯৫৬ সালের ২৫ শে সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন। বারুইপুর উচ্চবিদ্যালয়ের পড়ার পর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তিনি এলএলবি ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন ১৯৮৩ সাল থেকে। তারপর ২০০৩ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে ছিলেন।২০১৭ সালের ২৫ শে অক্টোবর তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে কোলকাতা হাইকোর্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি জায়গায় তাকে বসানো হয়েছিলো। সেই তিনিই এখন স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্বটি পেলেন। রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়,প্রধান বিচারপতি-সহ নতুন বিচারপতি নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে টানা ৭০ দিন কর্মবিরতি চলেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কলেজিয়ামের প্রস্তাব মতো সিলমোহর দেন। তারপর কেন্দ্রীয় আইনমন্ত্রক বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিলে উঠে যায়য় কর্মবিরতি। সোমবার থেকে হাইকোর্টের কাজকর্ম স্বাভাবিক ভাবেই শুরু হয়েছিলো। আর এদিন সম্পন্ন হল প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান। আপনার মতামত জানান -