এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ব্রেকিং নিউজ – হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

ব্রেকিং নিউজ – হেভিওয়েট তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ আদালতের

বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধীদের উপর শাসকদলের হামলার অভিযোগে সরব হয় সম্মিলিত বিরোধীরা। পঞ্চায়েতের মনোনয়নপর্বে এমনই অভিযোগ ওঠে আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। বিজেপির তরফে অভিযোগ করা হয়, দলীয় কর্মীরা দুর্গাপুরে মনোনয়ন জমা দিতে গেলে জিতেন্দ্র তিওয়ারি নিজের অনুগামীদের নিয়ে বিজেপি প্রার্থী দলপতি ঘড়ুইয়ের উপর হামলা চালান, তাঁর হাতে ভোজালির কোপ মারা হয়। পুরো ঘটনার ভিডিও করে, তার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নেয় নি বলে অভিযোগ তোলে বিজেপি। আর তাই এরপর বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়।

সেই মামলায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, এই ঘটনায় রিপোর্টও তলব করা হয়েছে আদালতের তরফে। বিজেপি সহ অন্যান্য বিরোধীরা পঞ্চায়েত পর্বে বারেবারেই শাসকদলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ তুলেছে। কিন্তু, শাসকদলের শীর্ষনেতৃত্ত্ব সহ সমস্ত নেতা-কর্মীরাই সেইসব অভিযোগ বিরোধীদের অপপ্রচার বা কুৎসা বলে এতদিন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কিন্তু, আজ কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে শাসকদলের অস্বস্তি বাড়ল বলেই ধারণা সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!