এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা কি কাল থেকে কার্যত লক ডাউন?বাড়ছে জল্পনা

কলকাতা কি কাল থেকে কার্যত লক ডাউন?বাড়ছে জল্পনা


 

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আতঙ্কে কাঁপছে গোটা দেশ। করোনার প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত ৭ জন। আক্রান্তের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে।ক্রমশ ভয় গ্রাস করছে গোটা দেশে।
রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে আজ রাত ১২ টার পর থেকেই পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া শাখায় কোনও লোকাল ট্রেন চলবে না।সেই সঙ্গে বন্ধ থাকবে মেট্রো রেলও। আর এর থেকেই বিশেষজ্ঞরা মনে করছেন কাল থেকে কার্যত লক ডাউন হয়ে যাচ্ছে মহানগরী কলকাতাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজে ১৫ এপ্রিল পর্যন্ত এমনিতেই ছুটি ঘোষণা করা হয়েছে। তা ছাড়া কলকাতার বহু শপিং মলও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে রবিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত কলকাতায় সমস্ত রেস্তোরাঁ, পাব, নাইট ক্লাব, বিউটি পার্লার, বিনোদন পার্ক বন্ধ করে দেওয়ার ঘোষণাও ইতিমধ্যে করেছে নবান্ন। সব মিলিয়ে কাল থেকে একেবারে লক ডাউন অবস্থা হবে কলকাতারও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!