এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে ক্রমশ বাড়ছে চাহিদা! এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কলকাতা মেট্রো, জানুন বিস্তারে

করোনা আবহে ক্রমশ বাড়ছে চাহিদা! এবার বড়সড় পরিবর্তন আনতে চলেছে কলকাতা মেট্রো, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পরিবহন ব্যবস্থাকে খানিকটা স্বাভাবিক করে তুলতে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। সকলের করোনা সতর্কতার কথা মাথায় রেখে, সামাজিক দূরত্ববিধি পালন করে মেট্রো চালানো সহজ কথা নয়। তাই প্রথমে মেট্রো চালানোর সময় নেওয়া হয়েছিল অনেক সিদ্ধান্ত। সেখানে সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে এসেছিল ই-কার্ড ব্যবস্থা। তবে মানুষের মধ্যে এই ব্যবস্থা কতটা সুপরিচিত হবে সেই নিয়ে দ্বন্দ্বে ছিল মেট্রো কর্তৃপক্ষ। তাই প্রথমে তারা মেট্রোর সংখ্যা এবং মেট্রো চলার সময় বেঁধে দেয়। যদিও বলা হয়েছিল পরবর্তীকালে যদি মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে বলে মনে হয়, তবে এ নিয়ে তাঁরা ভেবে দেখবেন।

সেইমত কিছুদিন আগে মেট্রোর তরফ থেকে জানানো হয়েছিল যে, কমানো হতে পারে মেট্রো ট্রেনের সময়ের ব্যবধান। বর্তমানে যেখানে ব্যস্ত সময়ে ১০ মিনিট অন্তর ছিল এবং সাধারন সময় ১৫ মিনিট অন্তর ছিল মেট্রো পরিষেবা, সেখানে ব্যস্ত সময়ে ৮ মিনিট এবং সাধারন সময়ে ১২ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছিল যেখানে মেট্রো যাত্রীসংখ্যা পৌঁছেছে প্রায় ৫০ হাজারের কাছাকাছি, সেখানে মেট্রো কর্তৃপক্ষ এই মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই সঙ্গে ট্রেনের পরিমাণ বাড়ানো নিয়েও তারা ভবিষ্যতে ভেবে দেখবেন একথাও বলা হয়েছিল। আর সম্প্রতি সেই নিয়ে কথা বলতে দেখা গেছে মেট্রো কর্তৃপক্ষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, আগামী সোমবার থেকেই বাড়তে চলেছে মেট্রো রেকের সংখ্যা। সেই সঙ্গে বাড়তে চলেছে শেষ মেট্রোর সময় সীমাও। জানা গিয়েছে, বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ১১০টি মেট্রো চলে। অর্থাত্‍ আপে ৫৫টি এবং ডাউনে ৫৫টি মেট্রো চলে সারাদিন। তবে এবার, সোমবার থেকে সেই স্থানে মোট ১১৬টি মেট্রো চালানো হবে। অর্থাত্‍ আপে ৫৬টি এবং ডাউনে ৫৬টি করে মেট্রো চলবে। সেই সঙ্গে যাত্রী সংখ্যা সামাল দেওয়া নিয়েও যে সুবিধে হবে সেই কথাও স্বীকার করে নিয়েছেন তাঁরা।

অন্যদিকে সেই সঙ্গে পরিবর্তন করা হবে শেষ মেট্রোর সময়সূচিও। যেখানে এতদিন সকাল আটটা থেকে মেট্রো চলাচল শুরু করে সেখানে সন্ধ্যা সাতটায় শেষ মেট্রো চলতো, সেখানে নতুন নিয়ম অনুসারে সন্ধে সাতটার বদলে নোয়াপাড়া এবং কবি সুভাষ দু’প্রান্তের দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে সাড়ে সাতটার পর। অর্থাত্‍ সাতটার পর থেকে ১০ মিনিট অন্তর তিনটি মেট্রো চলবে। যার সময়সূচি যথাক্রমে ৭.১০, ৭.২০ এবং ৭.৩০ মিনিট হবে। রাত আটটার পর দু’প্রান্তের দুই স্টেশনেই শেষ মেট্রো ঢুকবে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!