এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাম-সংকীর্তন অনুষ্ঠানে যোগদান কলকাতার মেয়রের, ভোটের রাজনীতি অভিযোগ বিজেপির

নাম-সংকীর্তন অনুষ্ঠানে যোগদান কলকাতার মেয়রের, ভোটের রাজনীতি অভিযোগ বিজেপির


রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় মুখ্যমন্ত্রীর রেগে যাওয়া এবং হুমকি দেওয়ার দৃশ্য এখন সকলেরই জানা। জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তাকে গালাগালি দেওয়া হচ্ছে বলেও অভিহিত করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা নিয়ে প্রবল উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি রাম নাম সহ্য করতে পারছেন না তৃণমূল নেত্রী, আর তাই সেটাকে গালাগালি হিসেবে ধরে সকলকে হুমকি দিচ্ছেন তিনি! তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আচরণকে ঘিরে নানা ট্রোলও শুরু হয়েছে।

তবে এসবেরই মাঝে এবার নিজের বিধানসভা কেন্দ্রে গার্ডেনরিচের দইঘাটে নাম সংকীর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। যা বর্তমানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। এদিন এই নাম সংকীর্তন অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান নিয়ে নিজেদের মত ব্যাখ্যা করেন তৃণমূলের ফিরহাদ হাকিম। তিনি বলেন, “জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তির কিছু নেই। কিন্তু বাংলায় যা করা হচ্ছে তা পেশিশক্তির আস্ফাালন ছাড়া আর কিছুই নয়। যা বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে মিলে না। রামের নাম মন্দিরে করা হয়, কিন্তু এখানে তা নিয়ে মস্তানি করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন জায়গায় ধমক দিচ্ছেন, ঠিক তখনই তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের এই নাম সংকীর্তনে উপস্থিত আসলে নিজেদের হিন্দু বিরোধী তকমাকে ঢেকে ফেলে বাঁচার চেষ্টা বলে পাল্টা কটাক্ষ শুরু করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, আসলে অতি ভক্তি চোরের লক্ষণ। চাপে পড়ে বাঁচতেই এখন তৃণমূল নেতারা নাম সংকীর্তনে হয়ে যাচ্ছেন।তাদের দাবি ভোটের রাজনীতি করছে তৃণমূল।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য মনে করছেন, বিজেপির এই দাবির সঙ্গে বাস্তবের কিছুটা হলেও সত্যতা রয়েছে। কেননা জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের ফলে কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল। আর তাই তো নিজেদের ভাবমূর্তিকে স্বচ্ছভাবে সাধারণের সামনে উপস্থাপন করতেই এই নাম সংকীর্তনে উপস্থিত হলেন ফিরহাদ হাকিম বলে মত বিশেষজ্ঞদের। তবে এত কিছু করেও শেষ পর্যন্ত তৃনমূল নেতারা নিজেদের গা থেকে জয় শ্রীরাম নিয়ে নানা ট্রোল রুখতে পারেন কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!