এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সঠিক তথ্য দেওয়া নিয়ে কড়া নির্দেশিকা কলকাতার পুর কমিশনারের, জেনে নিন বিস্তারিত

সঠিক তথ্য দেওয়া নিয়ে কড়া নির্দেশিকা কলকাতার পুর কমিশনারের, জেনে নিন বিস্তারিত


 

ত্রিফল থেকে কুপন, তেল চুরি থেকে মিড-ডে-মিল কেলেঙ্কারি, বিগত তৃণমূল বোর্ডের আমলে বিভিন্ন সময়ে এই সমস্ত অভিযোগ উঠতে শুরু করেছিল। যার দুর্নীতি ফাঁস হয়েছিল বেসরকারি চার্টাড ফার্মের হাত ধরে। কিন্তু এই ফার্মের মেয়াদ গত 2013 সালে শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপর কলকাতা পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে সেভাবে তদন্ত করার জন্য আর কোনো ফার্ম নিয়োগ করা হয়নি।

যার ফলে এখন তৈরি হয়েছে সমস্যা। কোনো ফার্ম না থাকায় পৌরসভার প্রশাসনের অডিটের কাজে দেখা দিতে শুরু করেছে গলদ। বারবার তথ্য চেয়েও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তথ্য মিললেও সেক্ষেত্রে তা ত্রুটিপূর্ণ বলে জানাচ্ছে পৌরসভা। ইতিমধ্যেই এই ব্যাপারে অডিটরদের তরফে পুর কমিশনারকে বিস্তারিত জানানো হয়েছে। আর সঠিকভাবে তথ্য না পাওয়ার জন্য এবার সবকটি কন্ট্রোলিং অফিসারদের কড়া নির্দেশ দিলেন কলকাতা পৌরসভার পৌর কমিশনার খলিল আহমেদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে অডিটরদের সঠিক তথ্য দিতে হবে। এই ব্যাপারে কোনো টালবাহানা করা চলবে না।” অর্থাৎ পুর কমিশনার নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, ফার্ম না থাকায় যেভাবে কাজে অনীহা দেখা দিচ্ছে, তা যাতে আর না হয়, তার জন্য এবার দ্রুত তথ্য দিতে হবে। জানা গেছে বিজ্ঞপ্তিতে পুর কমিশনার জানিয়ে দিয়েছেন, আমার নির্দেশ যেন মেনে চলা হয়। কিন্তু হঠাৎ এই ধরনের কড়া নির্দেশ দিতে হল কেন!

এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার পৌর কমিশনার খলিল আহমেদ বলেন, “যে কোনো প্রশাসনিক কাজের অডিট করা আবশ্যক। কিন্তু অডিটররা তো বিভিন্ন বিভাগ ঘুরে অডিট করবেন না! যদি বিভাগগুলিতে ঠিকমত উত্তর না পাঠানো হয়, তাহলে ত্রুটিহীন অডিট কিভাবে হবে! সেই কারণেই আমি এবার বিজ্ঞপ্তি জারি করে কন্ট্রোলিং অফিসারদের নির্ভুল তথ্য অডিটরদের কাছে জমা দিতে বলেছি।” তবে পুর কমিশনার এহেন কড়া নির্দেশিকা দিলেও তা কতটা সঠিকভাবে করতে পারেন কন্ট্রোলিং অফিসাররা! এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!