এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পৌরভোটের আগেই পোস্টার ঘিরে জোর চাঞ্চল্য শাসকদল তৃণমুলে !

কলকাতা পৌরভোটের আগেই পোস্টার ঘিরে জোর চাঞ্চল্য শাসকদল তৃণমুলে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই কলকাতায় পৌরভোট আর  কলকাতার এই  পৌর ভোটের জন্য জোর কদমে নিজেদের প্রচারের কাজ শুরু করে দিয়েছে  প্রত্যেকটি রাজনৈতিক দল । বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রাজনৈতিক দলগুলি  নিজের মতো করে গুটি সাজাচ্ছেন কিন্তু এর মধ্যেই শাসক শিবিরে একটি পোস্টারকে ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে । ঘটনাটি ঘটেছে 49 নম্বর ওয়ার্ডে আর এই ওয়ার্ডের বেশকিছু ভোটারের কাছে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই ।  এই পোস্টার শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ সংলগ্ন বেশ কিছু এলাকায় বেশ কয়েকটি বাড়ির দেওয়ালেও দেখা গিয়েছে  ।

 

এই পোস্টারে লেখা রয়েছে  ‘এই অঞ্চলের সমস্ত দোকানদার, ব্যবসায়ীদের জানানো হইতেছে, যে কেউ বা কারা যদি দলের না করিয়া অথবা ভোটের খরচ দরুন টাকা পয়সা বা আর্থিক অনুদান চাইতে আসে, তাহলে আপনারা প্রত্যাখ্যান করিবেন। যদি কোনওরকম হুমকি বা জোরজুলুম করে তাহলে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করিবেন অথবা দলীয় নেতৃত্বকে শীর্ঘ্রই অবগত করিবেন।’ এই এই বার্তা পোস্টার ঘিরে তৃণমূলের অন্দরেই তরজা তুঙ্গে। যেখানে এই বার্তা পোস্টারটি  ৪৯ নম্বর ওয়ার্ডের ব্লক তৃণমূলের তরফে কাজল দাশগুপ্তের নামে বিলি হয়েছে। তবে কাজলবাবু দাবি করেন তিনি এই পোস্টার লিখতে বা বিলি করতে বলেননি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!