এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সম্পত্তি কর নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা কলকাতা পৌরসভা

সম্পত্তি কর নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা কলকাতা পৌরসভা


 

সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে এবার সম্পত্তি কর নিয়ে আশার বাণী শোনালো কলকাতা পৌরসভা। দীর্ঘদিন ধরেই বাংলায় উৎসবের মরসুম চলছে। দুর্গাপুজো, লক্ষ্মীপূজো, কালীপূজো, ভাইফোঁটা অতিক্রম করে বাংলা এখন ছটপুজোর দিকে এগোচ্ছে। অফিস-কাছারি খুললেও পাকাপাকিভাবে উৎসব এখনও শেষ হয়নি।

আর তাই উৎসবের মরসুমে বেশিরভাগ সময় পুরসভা বন্ধ ছিল। কিন্তু পৌরসভা বন্ধ থাকায় সাধারণ মানুষ তাদের সম্পত্তি কর জমা দিতে পারেননি। তবে এর কারনে তারা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য একটি ঘোষণা করল কলকাতা পৌরসভা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্পত্তি কর জমা দেওয়ার শেষ তারিখ গত 30 অক্টোবর পেরিয়ে গেলেও তা এবার আরও 15 দিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল পৌরসভা। যা পৌরবাসীর কাছে অনেকটাই স্বস্তির কারণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “গত 30 অক্টোবর সম্পত্তি কর জমা দেওয়ার তারিখ শেষ হয়েছে। পৌরসভা বন্ধ থাকার ফলে শহরবাসী অধিকাংশই তা জমা দিতে পারেননি। আর সেজন্য আগামী 15 দিন অতিরিক্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত ফাইন দিতে হবে না।”

এদিকে সম্পত্তি কর জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করার পাশাপাশি কলকাতা পৌরসভা এলাকায় এবার থেকে সম্পত্তি মিউটেশন অনলাইনেই করা যাবে বলে জানা গেছে। যার জন্য এখন থেকে আর মিউটেশন করার জন্য পৌরসভায় হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না সাধারণ মানুষদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!