এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরসভার বিভিন্ন দায়িত্বে এলেন কারা? জেনে নিন

কলকাতা পুরসভার বিভিন্ন দায়িত্বে এলেন কারা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে তৃণমূল ব্যাপক ভোটে জয়লাভ করেছে এবং কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনীত হয়েছেন ফিরহাদ হাকিম। আজকে আনুষ্ঠানিক শপথ গ্রহণের দিন ছিল। দ্বিতীয়বারের জন্য কলকাতা কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করলেন ফিরহাদ হাকিম। বেশ কিছু দায়িত্ব তিনি নিজের হাতে রেখেছেন। যেমন- জল সরবরাহ, অর্থ, নাগরিক অভিযোগ এবং সমাধান, কেআইআইপি, বাড়ি নির্মাণ, সেন্ট্রাল স্টোর, কর মূল্যায়ন।

অন্যদিকে ফিরহাদ হাকিমের পাশাপাশি কলকাতার ডেপুটি মেয়র হয়েছেন তৃণমূলের অন্যতম নেতা অতীন ঘোষ। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবা, ভেজাল খাদ্য প্রতিরোধকরণ, আর্কাইভ, মেডিকেল স্টোর, টিবি হাসপাতাল বিভাগ। পাশাপাশি দেবব্রত মজুমদারকে দেওয়া হয়েছে জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব। এছাড়াও তৃণমূলের অতিপরিচিত নেতা দেবাশীষ কুমারের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে উদ্যান, ক্রীড়া, বিজ্ঞাপন এবং পার্কিং। কলকাতাকে আলোয় সাজিয়ে তোলার দায়িত্বে রয়েছেন সন্দীপরঞ্জন বক্সী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পেয়েছেন সন্দীপন সাহা। মহিলাদের মধ্যে মিতালী বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের নারী কল্যাণ, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা বিভাগের। তৃণমূলের অন্যতম কাউন্সিলর জীবন সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য এবং জনসংযোগ ও এন্টালী ওয়ার্কশপের। অন্যদিকে তারক সিংকে দেওয়া হয়েছে নিকাশি বিভাগের দায়িত্ব। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার পেয়েছেন বস্তি এবং পরিবেশ বিভাগের দায়িত্ব।

এছাড়াও আমিরুদ্দিন ববি যথাক্রমে বাজার, রাম পেয়ারে রাম একশো দিনের প্রকল্প, অভিজিৎ মুখোপাধ্যায় রাস্তা ও ইঞ্জিনিয়ারিং, এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় আবাসন আইন এবং কর্মীবর্গ বিভাগের দায়িত্বে রয়েছেন। সবমিলিয়ে আজকে কলকাতা পুরসভার বিভিন্ন দায়িত্বে বুঝে নিয়েছেন মেয়র ও অন্যান্য কাউন্সিলররা। আপাতত সময় নষ্ট না করে কাজে নেমে পড়তেই ব্যস্ত প্রত্যেকে। এবার দেখার কলকাতা মানুষের একাধিক অভিযোগ কিভাবে সামলান তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!