এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরভোটে তৃণমূলের জয়ের পেছনে কারা? কোন রণকৌশল?

কলকাতা পুরভোটে তৃণমূলের জয়ের পেছনে কারা? কোন রণকৌশল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন থেকে তৃণমূলের জয়যাত্রা শুরু হয়েছে। এরপর উপনির্বাচনেও তৃণমূল তার খেলা দেখিয়েছে। আর এবার ছিল কলকাতার পুরনির্বাচন। আর এই পুর নির্বাচনেও রীতিমত ঝড় তুলেছে ঘাসফুল। 144 টি ওয়ার্ডের মধ্যে 135 টির বেশি আসনে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। একাধিক তৃণমূল প্রার্থী নির্বাচনের 60 থেকে 70 শতাংশ ভোট পেয়েছেন। তবে জয়ী প্রার্থীরা প্রত্যেকেই তাঁদের জয়ের জন্য ধন্যবাদ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পাশাপাশি ধন্যবাদের অংশীদার হয়েছেন তৃণমূলের অন্যতম সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক সক্রিয় হতে দেখা গিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে। তাঁর সঙ্গে ছিলেন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের জুটি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসে বাংলায়। পুর নির্বাচনেও কিন্তু প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম কাজ করেছে বলে জানা যাচ্ছে। আইপ্যাকের টিম পুরসভার নির্বাচনের আগে কলকাতা জুড়ে যে সমীক্ষা চালিয়েছে সেই অনুযায়ী একটি তালিকা তৈরি করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং তা তুলে দেওয়া হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের হাতে। তারপর সেই অনুযায়ী ছক সাজাতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভার নির্বাচনী প্রচার হোক কিংবা কলকাতা পুরসভার নির্বাচনী প্রচার সবেতেই ছোঁয়া পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাঁর অভিনবত্বের। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর টার্গেট বেছে নিয়েছেন বিজেপিকে। আর সেই অনুযায়ী রণকৌশল সাজিয়েছেন যাতে ধুয়েমুছে সাফ বিজেপি।

একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতা পুরভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এবং সেই দায়িত্ব পালনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 100% সফল তা নিয়ে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে বারবার সাফল্য আসবে। তবে কলকাতা পুরসভার এই জয়ের পেছনে প্রশান্ত কিশোরের ভূমিকাও অগ্রগণ্য হিসেবে থাকছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!