এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরভোটের আগেই পিছিয়ে পড়ল গেরুয়া শিবির? বিস্ফোরক উক্তি বিজেপির শীর্ষ নেতার

কলকাতা পুরভোটের আগেই পিছিয়ে পড়ল গেরুয়া শিবির? বিস্ফোরক উক্তি বিজেপির শীর্ষ নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কলকাতার পুরভোট নিয়ে শুরু হয়েছে সাজো সাজো রব। মোটামুটি সমস্ত দলগুলি তাদের প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের পর আরো একবার যে তৃণমূল এবং বিজেপির লড়াই মুখ্য ভূমিকা গ্রহণ করবে পুর নির্বাচনে, সেকথা বলাইবাহুল্য। তবে কলকাতা পুরভোটের আগে বিজেপির প্রস্তুতি বৈঠকে কিন্তু অন্য ছবি ধরা পড়ল। সূত্রের খবর, কলকাতা ভোটের প্রস্তুতি বৈঠকে বিজেপি নেতৃত্ব কিন্তু স্বীকার করে নিয়েছেন, পুরভোটের আগেই দলের নেতাকর্মীরা হার স্বীকার করে নিয়েছেন। দলীয় সূত্রের খবর, স্থানীয় নেতাকর্মীদের কাছে কলকাতা পুরভোটের বিজেপি প্রার্থীরা কোনরকম সাহায্য পাচ্ছেননা বলে জানিয়েছেন এই বৈঠকে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের পর শাসকদলের সন্ত্রাসের শিকার হওয়া সত্বেও দল কর্মীদের পাশে না দাঁড়ানোয় এবার ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভার প্রার্থী হওয়া এক বিজেপি নেত্রী। অভিযোগ করেছেন, পুর ভোটের প্রচারে এই কারণেই কর্মীরা নামতে যথেষ্ট ভরসা পাচ্ছেন না। প্রসঙ্গত, সোমবার দলের রাজ্য দপ্তর এবং আইসিসিআরে দুটি বৈঠক ছিল বিজেপির পক্ষ থেকে কলকাতা পুরভোটের প্রস্তুতি সংক্রান্ত। আর বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে দলের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এই বৈঠকে জানিয়েছেন, আগামী 10 ডিসেম্বরের মধ্যে বুধবারই পোলিং এজেন্টদের তালিকা জমা করতে হবে।

আর সেই সূত্রেই দলের আরেক নেতা জানিয়েছেন, যদি পোলিং এজেন্টদের তালিকা জমা পড়ে, তাহলে পরদিন থেকে তাঁরা শাসকদলের হাতে নিগৃহীত হতে শুরু করবেন এবং হুমকির মুখে পড়বেন। এ প্রসঙ্গে অমিত মালব্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দলের নেতারা ভোটের আগেই হেরে বসে আছেন। অন্যদিকে উপস্থিত বিজেপি নেতারা অমিত মালব্যর কথায় মোটেই দমে যাননি, বরং তাঁরা পাল্টা জানিয়েছেন, বাস্তব পরিস্থিতিতে বহু প্রার্থী প্রচার শুরু করতে পারেননি। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বীকার করে নিয়েছেন, বিধানসভা নির্বাচনের ফল এবং ভোট-পরবর্তী সন্ত্রাসের জেরে বহু জায়গায় সংগঠন দুর্বল হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নিজে 10 টি ওয়ার্ডের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে যেসব নেতারা ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, তাঁদের সক্রিয় করতে মঙ্গলবারে বৈঠক ডেকেছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূলের দিকে যে অভিযোগ তুলেছে বিজেপি, তা পুরোপুরি অস্বীকার করেছে শাসকদল। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তাপস রায় জানিয়েছেন, তৃণমূল কেন ভয় দেখাতে যাবে? বিজেপি কর্মী পাচ্ছেনা, তাই প্রচার শুরু করতে পারছেনা।

অন্যদিকে উল্লেখযোগ্য হল, বিজেপি রাজ্য দপ্তরের বৈঠক এবং আইসিসিআর এর বৈঠক কোনোটিতেই কলকাতার পুরভোটের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা অর্জুন সিংহ এবং রাজু বন্দ্যোপাধ্যায় ছিলেননা। কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক নির্বাচনে বড়সড় হার বিজেপি কর্মীদের মনে হতাশা তৈরি করেছে। আর সেই জায়গা থেকেই পুরভোটের আগে বেশ কয়েক কদম পিছিয়ে পড়েছে গেরুয়া শিবির। আপাতত বিজেপির শীর্ষনেতাদের পদক্ষেপ কর্মীদের কতটা উজ্জীবিত করতে পারে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!