এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা পুরভোটের নিরিখে বিজেপির জনসমর্থন তলানিতে, পরিসংখ্যান কি বলছে? জেনে নিন

কলকাতা পুরভোটের নিরিখে বিজেপির জনসমর্থন তলানিতে, পরিসংখ্যান কি বলছে? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন, উপনির্বাচন এবং সবশেষে কলকাতা পুরসভার নির্বাচন- প্রত্যেকটিতেই তৃণমূলের জয়জয়কার। প্রথম স্থান যে তৃণমূল অধিকার করবে কলকাতা পুরভোটে তা নিয়ে কোনো সন্দেহই ছিলনা একুশের বিধানসভার নির্বাচন এবং উপনির্বাচনগুলিতে তৃণমূলের ব্যাপক জয় দেখার পর। কিন্তু প্রশ্ন ছিল, দ্বিতীয় স্থান কে অধিকার করবে তা নিয়ে। কারণ একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু গেরুয়া শিবির দ্বিতীয় স্থানে শেষ করেছিল তাঁদের লড়াই। কিন্তু কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল, গেরুয়া শিবির কিন্তু দ্বিতীয় নয়, তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে।

অর্থাৎ বিশেষজ্ঞরা মনে করছেন, গেরুয়া শিবিরের প্রতি মানুষের সমর্থন ক্রমশ থিতিয়ে পড়ছে। পুরভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলের ওপর নজর রাখলে দেখা যাচ্ছে, বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে মাত্র ছটি আসনে। যেখানে একুশের বিধানসভা নির্বাচনের পর দেখা গিয়েছিল কলকাতা পুর এলাকার মধ্যে 16 টি আসনে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। সুতরাং বোঝাই যাচ্ছে, বিজেপি ক্রমশ অবনতি করেছে। তবে পুর ভোটের ফলাফলের ভিত্তিতে আরও একটি উল্লেখযোগ্য তথ্য সামনে এসেছে। আর তা হলো, কলকাতা পুর এলাকার মধ্যে অন্তত তিনটি বিধানসভায় বিজেপি এই মুহূর্তে রয়েছে চতুর্থ স্থানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেলেঘাটা বিধানসভা কেন্দ্র কলকাতার পুর এলাকার 28 থেকে 30, 31 থেকে 36 এবং 57 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রথম স্থানে রয়েছে প্রত্যাশা অনুযায়ী। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তৃতীয় স্থানে উঠে এসেছে বাম এবং চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে বিজেপি। খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে এই খবরটি কিন্তু চূড়ান্ত অস্বস্তিজনক। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রথম ও বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। যদিও সেক্ষেত্রে ব্যবধান ছিল অনেকটাই।

কিন্তু এই কয়েক মাসের মধ্যে দেখা যাছে, ব্যবহান তো কমেইনি, উলটে আরও বেড়ে গেছে। যেভাবে বিজেপি পিছিয়ে পড়েছে, সেক্ষেত্রে বলাই যায়, বাংলার রাজনীতিতে বিজেপি কিন্তু একেবারে পিছনের সারিতে পৌঁছে গেল। আর ঠিক এরকমটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত ঘুরে দাঁড়াতে বিজেপি তাঁদের প্রথম পদক্ষেপ হিসেবে নতুন রাজ্য কমিটি তৈরি করেছে। সুতরাং দেখার, নতুন রাজ্য কমিটিকে সাথে নিয়ে গেরুয়া শিবির ঘুরে দাঁড়াতে পারে কিনা বাকি থাকা পুর নির্বাচনগুলিতে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!