এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় পা রেখেই ঘুটি সাজানোর শুরু করে দিলেন তথাগত! চাপে দিলীপ! জোর জল্পনা!

কলকাতায় পা রেখেই ঘুটি সাজানোর শুরু করে দিলেন তথাগত! চাপে দিলীপ! জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংগঠনিক এবং শৃঙ্খলাপরায়ন দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টি। তবে পশ্চিমবঙ্গে বিজেপির দিলীপ ঘোষ বনাম মুকুল রায়ের গন্ডগোল নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এখন প্রধান লক্ষ্য বাংলায় পরিবর্তন আনা। তার জন্য কোনো দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আর এরই মাঝে মেঘালয়ের রাজ্যপাল পদের দায়িত্ব শেষ হওয়ার পর বাংলার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানিয়েছেন তথাগত রায়। একসময় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।

আর এমন এক হেভিওয়েট নেতা যদি 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির সংগঠনের ক্ষেত্রে মনোনিবেশ করতে শুরু করেন, তাহলে বিজেপির অন্দরে আবার কোন্দল তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। আর তথাগত রায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ বাংলার সংগঠনের ক্ষেত্রে নজর দিতে শুরু করলে তাকে বিজেপি কোন জায়গা দেবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে রবিবার কলকাতায় নেমেই বিন্দুমাত্র দেরি না করে সোমবার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে বৈঠক করে ফেললেন সেই তথাগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে জিততে হলে যে সমস্ত বিষয়ের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, তা কৈলাস বিজয়বর্গীয়র কাছে তুলে ধরেছেন তথাগতবাবু। শুধু তাই নয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা বিতর্কিত মন্তব্য নিয়েও বিজেপির কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হয়েছে তথাগত রায়ের বলে খবর। আর এখানেই প্রশ্ন, তাহলে কি এবার দিলীপ ঘোষের উপর চাপ বাড়াতে নতুন করে ময়দানে নামছেন তথাগত রায়? যদি তাই হয়, তাহলে দিলীপবাবু বিধানসভা নির্বাচনের আগে আরও চাপে পড়তে পারেন। আর এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে গোষ্ঠী কোন্দল বিজেপিতে বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

যদিও বা এদিন এই প্রসঙ্গে তথাগত রায় বলেন, “আমি কৈলাস বিজয়বর্গীয়কে বলেছি, আমার কোনো পদের চাহিদা নেই। আমাকে যা দায়িত্ব দেবে দল, আমি তাই পালন করব। আমি শুধু চাই, আগামী ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। আমি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের ইতিহাস নিয়ে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলোচনা করেছি।” তবে প্রকাশ্যে তথাগতবাবু এক কথা বললেও, ভেতরে ভেতরে তিনি যে নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য ঘুটি চালাতে শুরু করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। এখন তথাগত রায় বাংলার রাজনীতিতে মনোনিবেশ করার পর বিজেপির অন্দরে নতুন করে দ্বন্দ্ব বাধে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!