এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বাংলায় ক্রমশ প্রবল পুজোর গন্ধ! করোনা অবহেও কলকাতা থেকে জেলা – সুপারহিট মুখ্যমন্ত্রী মমতাই

বাংলায় ক্রমশ প্রবল পুজোর গন্ধ! করোনা অবহেও কলকাতা থেকে জেলা – সুপারহিট মুখ্যমন্ত্রী মমতাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজো যত এগিয়ে আসছে, বাংলার করোনা সংক্রমণও একটু একটু করে বাড়ছে। এ বছর শুরু থেকেই পুজো নিয়ে নানান রকম অনিশ্চয়তা ছিল। কিন্তু তার মধ্যেই অবশেষে দুর্গাপূজা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে। সেই অনুযায়ী কলকাতা থেকে জেলা- সর্বত্র পুজো উদ্বোধনের জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের করোনা তান্ডব এখনো চলছে বহাল তবিয়তে।

আর তাই পুজোয় ভিড় নিয়ে রীতিমতো কড়াকড়ি করতে চলেছে পুজো সংগঠনগুলি বলে জানা যাচ্ছে। অন্যদিকে এবছর মুখ্যমন্ত্রী কলকাতার পাশাপাশি জেলার পুজোও উদ্বোধন করছেন ভার্চুয়ালি। 8 দিন আগেই এবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল উত্তরবঙ্গের পুজো। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের বেশকিছু জেলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, করোনার কারণে এ বছর সমস্ত পুজো প্যান্ডেলে গিয়ে উদ্বোধন করা সম্ভব হবেনা।

তাই নিজেই মুখ্যমন্ত্রী উপায় বার করেছেন। ভার্চুয়ালি পুজো উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী তিনটি দিন নির্দিষ্ট করেছেন। 15 ই অক্টোবর নর্থ কলকাতা, 16 ই অক্টোবর বেহালা যাদবপুর এবং 17 ই অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি। সেই মতো ক্লাবগুলিকে আবেদন করতে বলা হয়েছে। অন্যদিকে বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার, রায়গঞ্জসহ একাধিক জায়গায় পুজো উদ্বোধন হলো ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুজোর উদ্বোধন করেও করোনা সতর্কবার্তা দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী। বারবার প্রত্যেককে মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি। মাস্ক ছাড়া যেন মণ্ডপে কেউ প্রবেশ না করে, সে ব্যাপারেও কড়া নজর রাখার কথা তিনি বলছেন ক্লাব কর্তাদের। আগেই ভিড়ের কথা মাথায় রেখে খোলামেলা মন্ডপ তৈরি করার নির্দেশ দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে করোনার মধ্যে পুজো বন্ধ রাখার আর্জি জানিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।

যদিও মহামারী আইন মেনেই এবছর দুর্গাপুজো করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে, দুর্গা পুজোর আগে শুধুমাত্র কেনাকাটার জন্য যেভাবে কলকাতাসহ অন্যান্য জায়গায় রাস্তায়, দোকানে ভিড় উপচে পড়েছে, তা নিয়ে এমনিতেই আতঙ্কিত চিকিৎসক মহল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু এমন ছবি সামনে এসেছে। আর এবার দুর্গাপূজা নিয়েও শুরু হয়েছে দুশ্চিন্তা। তবে বিশেষজ্ঞদের মতে, দুই হাজার কুড়ির দুর্গা পুজো নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের মতে, দুর্গাপূজার ভিড় নিঃসন্দেহে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি করবে। তাই দুর্গাপুজোয় বাড়িতে থাকাই শ্রেয় বলে মনে করছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!