এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা থেকে জেএমবি জঙ্গির গ্রেফতার একাধিক ইস্যুতে দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী

কলকাতা থেকে জেএমবি জঙ্গির গ্রেফতার একাধিক ইস্যুতে দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে কলকাতার হরিদেবপুর থেকে তিনজন জেএমবি জঙ্গি গ্রেফতার হওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে প্রবল কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন, উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয় হল পশ্চিমবঙ্গ। রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি যে কোথায় নেমেছে, তা সকলেই বুঝতে পারছেন। এরপর গতকাল আবার জেএমবি জঙ্গির গ্রেপ্তার ইস্যুতে সোশ্যাল মিডিয়া থেকে তৃণমূলকে কটাক্ষ করে পোস্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, ফেসবুক সহ একাধিক সোশ্যাল প্ল্যাটফর্মে বারবার নানা ধরনের পোস্ট করে থাকেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোন কোন পোস্টে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন সম্পর্কে যেমন তিনি বক্তব্য রাখেন, তেমনি কোন পোস্টে রাজ্যের শাসক দল তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। এবার কলকাতা থেকে জেএমবি জঙ্গির গ্রেপ্তার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে প্রবল কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল ফেসবুকে তিনি লিখেছেন যে, পশ্চিমবঙ্গ হল জঙ্গিদের জন্য শেফ শেল্টার। সারা ভারতবর্ষ থেকে তাড়া খেলে এখানেই জঙ্গিরা এসে থাকে। দিলীপ ঘোষ লিখেছেন, মনিপুর থেকে, পাঞ্জাব থেকে তাড়া খেলে জঙ্গিরা এসে থাকে পশ্চিমবঙ্গে। দিদিমণি ভালো সেন্টার। কোথাও যদি কোনো অসুবিধা হয়, তবে দিদির বাড়ি আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও তিনি আম পাঠিয়েছিলেন। আম উপহার পেয়ে তাঁকে আনারস উপহার পাঠিয়েছেন বিপ্লব দেব। এ প্রসঙ্গেও একটি ফেসবুক পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি লিখেছেন, তফাৎ ছিল, তফাৎ আছে ও থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে আম উপহার পেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাংলাদেশ আনারস পাঠিয়েছেন। অবশ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও তিনি আম পাঠিয়েছিলেন। কিন্তু তিনি একটা চিঠি পাঠিয়েই নিজের কর্তব্য শেষ করেছেন। এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন যে, এই পার্থক্য হলো ভারতীয় সংস্কৃতি ও পরম্পরাকে মান্যতা দেওয়া বিজেপির সঙ্গে নীতি, আদর্শহীন একটি দলের পার্থক্য। তাই কেউ ঐতিহ্যের আদান-প্রদান করে আমের বদলে আনারস উপহার হিসেবে পাঠান, আর কেউ
দুকলম লিখেই নিজের দায়িত্ব সেরে থাকেন।

ইতিপূর্বে, কলকাতা থেকে জেএমবি জঙ্গির গ্রেফতার হবার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে বারবার জঙ্গিরা ধরা পড়ছে। জেএমবি, আল-কায়েদার মত জঙ্গিরা এই বাংলায় আশ্রয় নিয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় এই জঙ্গিরা। উগ্রপন্থীদের জন্য নিরাপদ আশ্রয় হলো পশ্চিমবঙ্গ। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে কোথায় গিয়ে নেমেছে, তা সকলেই বুঝতে পারছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!