এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা মোকাবিলায় লকডাউন – গোটা ভারতের সেরার সেরা কলকাতাই! জানাচ্ছে সর্বভারতীয় সমীক্ষা

করোনা মোকাবিলায় লকডাউন – গোটা ভারতের সেরার সেরা কলকাতাই! জানাচ্ছে সর্বভারতীয় সমীক্ষা


করোনা ভাইরাসকে আটকাতে একমাত্র উপায় লকডাউন। সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে মানুষকে গৃহবন্দী থাকার আবেদন করা হচ্ছে সরকারের তরফে। কিন্তু যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, সেদিন থেকেই পশ্চিমবঙ্গে এই লকডাউন অমান্য করা নিয়ে বিরোধীরা নানা অভিযোগ তুলতে শুরু করেছে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছিল যে, রাজ্যে লকডাউনের মধ্যেও কিছু মানুষ স্বাভাবিক নিয়মে রাস্তায় বের হচ্ছেন।

অথচ প্রশাসন সেদিকে কোনো নজর দিচ্ছে না‌। শুধু তাই নয়, কেন্দ্রের পক্ষ থেকেও এই ব্যাপারে রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। তবে বিরোধীদের পক্ষ থেকে যে দাবিই করা হোক না কেন, করোনা ভাইরাসকে আটকাতে যে লকডাউন চলছে, তা পালনে একদম শীর্ষে রয়েছে কলকাতা বলে জানিয়ে দিল একটি সর্বভারতীয় সমীক্ষক সংস্থা। যার ফলে বিরোধীরা যেমন অস্বস্তিতে পড়ল, ঠিক তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই উজ্জীবিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সর্বভারতীয় সমীক্ষক সংস্থা টিআরএ, করোনাভাইরাস কনজিউমার ইনসাইড 2020 বলে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে। আর সেখানেই দেশের প্রধান 16 টি শহরের মধ্যে কলকাতাতেই সঠিকভাবে লকডাউন পালন হচ্ছে বলে জানিয়েছে তারা। এক্ষেত্রে কলকাতার পরেই রয়েছে মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, গুয়াহাটি, কোচির মত শহরগুলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সর্বভারতীয় সমীক্ষক সংস্থার পক্ষ থেকে কলকাতায় সঠিকভাবে লকডাউন মানা হয়েছে বলে পশ্চিমবঙ্গের রাজধানীকে যেভাবে শীর্ষে দেখানো হল, তাতে বিরোধীদের প্রবল বিরোধিতার মাঝেও রাজ্য প্রশাসন কিছুটা আশার আলো দেখল বলে মত একাংশের। কেননা এই লকডাউন না মানা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে বিরোধীরা। এমনকি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসার পর তারাও বিভিন্ন জায়গা পরিদর্শন করে বেশ কিছু ক্ষেত্রে লকডাউন মানা হচ্ছে না বলে রাজ্যকে চিঠি দিয়েছে।

যা রাজ্যের অস্বস্তিকে ক্রমশ বৃদ্ধি করেছিল। ফলে চরম অস্বস্তিতে পড়া রাজ্য প্রশাসন এবার এই সমীক্ষক সংস্থার সমীক্ষার পর বিরোধীদের বক্তব্যকে যে খন্ডন করতে উদ্যত হবে, তা বলাই যায়। তবে সমীক্ষক সংস্থার পক্ষ থেকে কলকাতায় সঠিকভাবে লকডাউন মানা হচ্ছে বলে যে সমীক্ষা প্রকাশিত করা হয়েছে, তা নিয়ে পাল্টা বিরোধিতা করছে বিরোধী দলগুলো। তাদের বক্তব্য, এই সমীক্ষক সংস্থার রিপোর্টে যদি সব থেকে বেশি লকডাউন পালনে কলকাতা শীর্ষে থাকে, তাহলে বোঝাই যাচ্ছে তা কতটা কার্যকরী।

ফলে এক কথায় স্পষ্ট যে, বিরোধীরা এই সমীক্ষা মানতে চাইছে না। তারা নিজেদের অবস্থানে অনড়। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে সরকার পক্ষ কি বলে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে চিকিৎসা বিশেষজ্ঞরা জানাচ্ছেন – আসল ফলাফল বোঝা যাবে কতটা এই সংক্ৰমনকে আটকানো গেল তা দেখে। এতদিনে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কারণে আক্রান্ত বা মৃতের সংখ্যা ছিল নগণ্য। কিন্তু, সেই সংখ্যাটা এখন বাড়তে শুরু করেছে। তাই বাংলায় লকডাউন সফল না ব্যর্থ তা মোটামুটি পরের এক মাসেই স্পষ্ট হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!