পুলিশ সক্রিয় হতেই ভোটের মুখে কলকাতার অদূরে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার আগ্নেয়াস্ত্র কলকাতা রাজ্য March 13, 2019 আর কদিন পরেই রাজ্যের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। আর এবার সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বারুইপুর এবং ডায়মন্ডহারবারে প্রচুর পরিমাণে বোমার মশলা এবং আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে বলে ইতিমধ্যেই গোয়েন্দাদের কাছে খবর আসতে শুরু করেছে। আর এই খবরের ভিত্তিতেই মঙ্গলবার কুলতুলিতে একটা বড় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র-গুলি সহ নানা যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে ডায়মন্ডহারবারের নেতরাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আর এই দুটি ঘটনাতেই মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, কুলতলির গোদাবর পঞ্চায়েতের নাপিতখালী গ্রামের বাসিন্দা আব্দুল কাহার লস্করের বাড়িতে শাড়ির নকশা তৈরি করার কাজ হত। আর সেজন্য সেখানে মেশিন বসানো হয়েছিল। কিন্তু এরই আড়ালে এই আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। আর যার সঙ্গে যুক্ত ছিলেন সেই আব্দুল কাহার লস্করেরই ছেলে আব্দুর রউফ। আর সেইখানেই মঙ্গলবার অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিন এই প্রসঙ্গে বারুইপুরের পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, “গত দুবছর ধরেই বাবা এবং ছেলে মিলে এই কারখানা চালাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র নিয়ে আসা হত।” অন্যদিকে নেতরার নতুনপাড়াতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে আব্বাসউদ্দিন সাপুইকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কলকাতার অদূরে অস্ত্র কারখানার হদিশ পেয়ে বড়সড় আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। আপনার মতামত জানান -