এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রায় ৭২ ঘণ্টা হতে চলল, এখনো নেই বিদ্যুৎ,জল, বিক্ষোভ খোদ কলকাতার বিভিন্ন জায়গায়

প্রায় ৭২ ঘণ্টা হতে চলল, এখনো নেই বিদ্যুৎ,জল, বিক্ষোভ খোদ কলকাতার বিভিন্ন জায়গায়


প্রায় ৭২ ঘণ্টা হতে চলল, বাংলার বুকে ধ্বংসলীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান। কিন্তু এখনও প্রায় প্রতিটি প্রান্তে রয়ে গিয়েছে তার ক্ষতচিহ্ন। ঘণ্টা হতে চলল, বাংলার বুকে ধ্বংসলীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান। কিন্তু এখনও প্রায় প্রতিটি প্রান্তে রয়ে গিয়েছে তার ক্ষতচিহ্ন।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিক্ষোভে নেমেছেন বাসিন্দারা। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দারা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দমন করতে যায় পুলিশ, কিন্তু বিক্ষোভ থামেনি, পুলিশের সঙ্গে বচসা হয় যার জেরে উতপ্ত হয় পরিস্থিতি, করা হয় লাঠিচার্জ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু এখানকার অবসিন্দার নয়, ক্ষোভ হয় দক্ষিণ কলকাতার গড়ফা, সাঁপুইপাড়া এলাকাতেও। বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন।টানা তিনদিন নেই বিদ্যুত্‍ পরিষেবা,জল নেই, রাস্তায় গাছ পরে হেলদোল নেই প্রশাসনের অভিযোগ তুলে যাদবপুরের সুলেখা মোড় অবরোধ স্থানীয় বাসিন্দাদের, তুমুল বিশৃঙ্খলা এলাকায়।কলকাতা পুরসভার ১১৪ নং ওয়ার্ডে জল, বিদ্যুতের দাবিতে আজও বিক্ষোভ চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!