এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় বিজেপির ঝুলি ‘শূন্য’? বিজেপির ‘গোপন রিপোর্ট ফাঁস’ করে দিল সংবাদমাধ্যম!

বাংলায় বিজেপির ঝুলি ‘শূন্য’? বিজেপির ‘গোপন রিপোর্ট ফাঁস’ করে দিল সংবাদমাধ্যম!


লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই – আর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনমত সমীক্ষা সামনে নিয়ে আসছে একের পর এক সর্বভারতীয় ও স্থানীয় সংস্থা। সেখানে কোন সমীক্ষাতেই এবারে বাংলায় বিজেপিকে ৬-১৬ টি আসনের কম দেওয়া হচ্ছে না। এমনকি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে করা আমাদের শেষ সমীক্ষাতেও উঠে এসেছে – এই রাজ্যে কোন দলের সঙ্গে কোন দলের জোট না হলে বাংলায় বিজেপি পেতে পারে ১১ টি আসন।

কিন্তু, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে দাবি করা হয়েছে – অন্য কোনো সমীক্ষক দলের উপর ভরসা না করে অমিত শাহ নাকি নিজের এক সমীক্ষক দল দিয়ে বাংলায় সমীক্ষা চালান। আর সেই সমীক্ষাতে উঠে এসেছে – ২২ টি তো দূরস্থান, আসন্ন লোকসভা নির্বাচনে নাকি বাংলায় একটি আসনও পাবে না বিজেপি! আর এই সমীক্ষার ছবি উঠে আসতেই নাকি হতাশায় ভরে গেছে বঙ্গ বিজেপির অন্দরমহল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, ওই সংবাদমাধ্যমের দাবি, বিজেপির এই গোপন সমীক্ষা অনুযায়ী, বাংলায় এবার লোকসভা আসনে শূন্য হাতে ফিরতে হলেও, বেশিরভাগ আসনেই দ্বিতীয়স্থানে থাকার দরুন বাংলায় প্রধান বিরোধী হতে চলেছে বিজেপি। আর তাই, ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলায় লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। সে পরের কথা – কিন্তু, আপাতত বাংলায় বিজেপির প্রাপ্তি শূন্য বলেই দাবি ওই সংবাদমাধ্যমের।

যদিও, এই ধরনের কোনো সমীক্ষার কথা বা রিপোর্ট বিজেপি মিডিয়া সেলের তরফে আমাদের হাতে এখনো এসে পৌঁছায়নি। তাছাড়া এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!