এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতায় তৃণমূলের দশা হবে ত্রিপুরার মতই! বিস্ফোরক ভবিষ্যৎবাণী বিজেপি নেত্রীর!

কলকাতায় তৃণমূলের দশা হবে ত্রিপুরার মতই! বিস্ফোরক ভবিষ্যৎবাণী বিজেপি নেত্রীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন। তার আগে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচারের ক্ষেত্রে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে এবার সেই বিষয়ে অভিযোগ জানানোর পাশাপাশি সম্প্রতি ত্রিপুরাতে যেভাবে তৃণমূলের শোচনীয় ফলাফল হয়েছে, সেই একই দশা হবে পশ্চিমবঙ্গে বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, সোমবার বিজেপির পক্ষ থেকে কলকাতা পৌরসভার সমস্ত প্রার্থীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। আর সেই বৈঠক শেষেই রীতিমতো তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি। এদিন এই প্রসঙ্গে এই বিজেপি নেত্রী বলেন, “সব জায়গাতেই শক্তিশালী প্রার্থী দেওয়া হয়েছে। এরা সবাই আমাদের সুপারস্টার। আমরাও সবাই পাশে আছি। লড়াই দেব। ত্রিপুরায় তৃণমূলের যে ফলাফল ঘটেছে, এবার কলকাতা পৌরসভাতেও সেই রকম করতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, নিঃসন্দেহে অগ্নিমিত্রা পালের এই ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূলের সেইভাবে ত্রিপুরাতে কোনো সংগঠন নেই। তবে তৃণমূল পশ্চিমবাংলায় রাজ্যের ক্ষমতায় রয়েছে। কিন্তু তারপরেও যেভাবে বিজেপি কার্যত নিশ্চিত যে, এবার কলকাতাতে তা্যা যথেষ্ট চাপে পড়বে, তাতে কিন্তু রীতিমতো আশঙ্কা বাড়তে শুরু করেছে শাসক দলের অন্দরে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!