এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতাকে বিজেপি-মুক্ত করতে মমতার ভরসা ৩ হেভিওয়েট মন্ত্রী কোমর বেঁধে নেমে পড়লেন আসরে!

কলকাতাকে বিজেপি-মুক্ত করতে মমতার ভরসা ৩ হেভিওয়েট মন্ত্রী কোমর বেঁধে নেমে পড়লেন আসরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত লোকসভা নির্বাচন থেকে বিজেপি বাংলায় তাদের প্রভাব বাড়তে শুরু করেছে। রাজ্যের 18 টি আসন দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে বিজেপিকে মোকাবিলা করার পথ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস‌। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন‌। বিজেপির টার্গেট সেই নির্বাচনে সাফল্য পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করা।

তবে কলকাতাকে বিজেপি মুক্ত করতে এবার তিন হেভিওয়েট মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিন জেলায় পদাধিকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি জেলাগুলোতে তালিকা প্রকাশ করা হবে বলে খবর। আর এই পরিস্থিতিতে সোমবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছে তৃনমূল কংগ্রেস। আর সেই কর্মসূচির অংশ হিসেবে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ময়দানে নেমে তৃণমূলের তিন হেভিওয়েট মন্ত্রী রীতিমত বিজেপির বিরুদ্ধে সরব হলেন।

সূত্রের খবর, রবিবার আলিপুরের এক কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিজেপি যারা করেন তারা অবসাদে ভোগেন। তারা হয়ত ঝান্ডা নিয়ে দৌড়চ্ছেন, কিন্তু তাদের মনে অপরাধবোধ থেকে যাচ্ছে। তারা বাংলার মানুষকে ঘৃনা করছেন। সম্মান দিচ্ছেন না।”

অন্যদিকে রবিবার কলকাতার 118 নম্বর ওয়ার্ডে বিভিন্ন আবাসিকদের সঙ্গে আলাপচারিতা করেন তৃণমূল মহাসচিব পার্থ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে মানুষের অসুবিধা নিয়ে আলাপ আলোচনা করতে দেখা যায় তাকে। অর্থাৎ জনসংযোগের উপর নির্ভর করে এখন থেকেই তৃণমূল কংগ্রেস আরও বেশি করে মানুষের কাছে যে পৌঁছে দিতে শুরু করেছে, তা এই উদ্যোগে পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিন কলকাতা পৌরসভার 86 এবং 90 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের তৃনমূলে যোগ দিতে দেখা যায়। এদিন তাদের যোগদান করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “একুশের পরীক্ষা এগিয়ে আসছে। দিলীপ ঘোষ পরীক্ষায় ফেল করবেন।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে কলকাতায় নিজেদের সংগঠনকে আরও বেশি করে চাঙ্গা করতে এখন থেকেই তৎপরতা অবলম্বন করল তৃণমূল কংগ্রেস। তাই কলকাতায় সংগঠনকে আরও বেশি করে চাঙ্গা করতে এবং বিজেপিকে কুপোকাত করতে তিন হেভিওয়েট মন্ত্রীকে দায়িত্ব দিয়ে গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করল তৃণমূল কংগ্রেস বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের‌‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!