কলকাতার জল যন্ত্রণা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, টালমাটাল রাজ্য রাজনীতি! কলকাতা বিজেপি রাজনীতি রাজ্য June 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের অন্যান্য প্রকল্পের মত “দুয়ারে সরকার” প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে অনেকটাই সমর্থন দিয়ে দিয়েছিল। এই প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে প্রশাসনের কর্তা-ব্যক্তিরা পৌঁছে তাদের সমস্ত অভাব অভিযোগ শুনে তার সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন। তবে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এই “দুয়ারে সরকার” নিয়ে প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসকে কটাক্ষ করে আসছিলেন। বিভিন্ন সভা সমিতি থেকে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দুয়ারে সরকার নয়, আসলে যমের দুয়ারে সরকার। আর কৃষ্ণ নাম করে কিছু হবে না। এবার হরিবোল হয়ে গিয়েছে।” আর বর্তমানে প্রবল বৃষ্টিপাতের জেরে যখন কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন, ঠিক তখনই সেই “দুয়ারে সরকার” প্রকল্পকে হাতিয়ার করে দুয়ারে গঙ্গা সামাল দেওয়ার পরামর্শ দিয়ে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে কলকাতা পৌরসভার প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে “দুয়ারে গঙ্গা সামাল দেওয়া উচিত” এই মন্তব্য করতে দেখা গেল নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে। সূত্রের খবর, রবিবার “পশ্চিমবঙ্গ দিবস” পালন করে ভারতীয় জনতা পার্টি। রাজ্য বিধানসভার সামনে দলীয় বিধায়ক এবং নেতা-নেত্রীদের নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। আর সেখানেই সাংবাদিকদের তরফ থেকে ফিরহাদ হাকিমের একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা রাজ্যের পরিবহনমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তিনি বলেন, “আগে ওনাকে বলুন, কলকাতা শহরের জমে থাকা জল বের করতে। কিভাবে জল বের করা হবে, আগে সেটা ঠিক করা হোক। এখন তো দুয়ারে গঙ্গা, দুয়ারে বন্যা চলছে। তাই তো এত কথা না বলে আগে জল বের করুন। আমাদের সময় কি হয়েছিল, আমরা সকলে দেখেছি। তাই এখন কথা না বলে দুয়ারে গঙ্গা সামাল দিক।” স্বাভাবিক ভাবেই “দুয়ারে সরকার” প্রকল্পকে হাতিয়ার করেই দুয়ারে গঙ্গার কথা বলে কার্যত রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা। বিশ্লেষকদের মতে, বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই রাজ্য সরকারের নানা ব্যর্থতাকে সামনে আনার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। এক বছর আগে যখন আমপান নামক ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছিল, সেই সময় কলকাতা পৌরসভার ব্যর্থতা প্রকাশ্যে আসে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকা সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ার কারণে সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন সাধারণ মানুষ। আর এবার প্রাক বর্ষার বৃষ্টিতে আবার নতুন করে জল জমতে শুরু করেছে কলকাতার বিভিন্ন এলাকায়। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করার মুহূর্তে ফিরহাদ হাকিমের একটি মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুয়ারে গঙ্গা সামাল দেওয়া উচিত বলে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -