এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার কোন কোন ওয়ার্ডে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমহলের? জেনে নিন

কলকাতার কোন কোন ওয়ার্ডে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমহলের? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয় ঢেউ রাজ্যে আছড়ে পড়ার পূর্ব মুহূর্ত চলছে বলে মনে করছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। লাফ মেরে মেরে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন। পরিস্থিতি চূড়ান্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। পাশাপাশি সাধারণ মানুষের বাড়ছে আতঙ্ক। অন্যদিকে দেখা যাচ্ছে, সারা রাজ্যের মধ্যে কলকাতা অন্যতম সংক্রমণ ছড়ানোর কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। তার কারণ রাজ্যের দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে যত লোক, তার অর্ধেকই কলকাতা থেকে চিহ্নিত হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার দশটি ওয়ার্ড এই মুহূর্তে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার থেকে 72 ঘণ্টা পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কার্যত হটস্পট ওয়ার্ডগুলি নিয়ে একটি রিপোর্ট স্বাস্থ্য দপ্তর এবং শীর্ষ কর্তাদের ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। শুধু কলকাতা নয়, বৃহস্পতিবারের করোনা চিত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতা নয়, দুই 24 পরগনা সহ বিভিন্ন জেলায় ঝড়ের গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ডায়মন্ডহারবার এবং হুগলিতে কোন কোন ব্লক তো ইতিমধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তবে কলকাতার যে ওয়ার্ডগুলো নিয়ে চিন্তা বাড়ছে, সেগুলি হল- 31 নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি। 63 নম্বর ওয়ার্ডের এজেসি বোস রোড, বেলডেভিয়ার রোড, জে এল নেহেরু রোড, খিদিরপুর রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়ার সরণি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

65 নম্বর ওয়ার্ডের বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া। 69 নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ, সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমীর আলী অ্যাভিনিউ। 81 নম্বর ওয়ার্ডে চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড। 94 নম্বর ওয়ার্ডে প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড। 109 নম্বর ওয়ার্ডের কালিকাপুর, অজয় নগর, মুকুন্দপুর। আপাতত কলকাতার এই ওয়ার্ড গুলিকে নজরে রাখা হচ্ছে এবং পরিস্থিতি বুঝে আগামী তেশরা জানুয়ারি থেকে হয়তো কনটেইনমেন্ট জোন করে দেওয়া হবে এই জায়গাগুলিকে।

সেক্ষেত্রে কলকাতার দশটি ওয়ার্ড অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ এবং মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কনটেইনমেন্ট জোনের আওতায় পড়বে। প্রসঙ্গত, এই বিস্তীর্ণ অঞ্চলে 72 ঘণ্টায় অস্বাভাবিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জেলার ছবিটাও খুব একটা ভালো নয়। দুই 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি প্রত্যেক জায়গায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা। তবে চিকিৎসকরা আশ্বাসবাণী দিয়ে চলেছেন এখনো। এবং ক্রমাগত বলে চলেছেন, কড়া সতর্কবিধি মেনে চলার জন্য। বর্ষশেষের দিনে আতঙ্ক করোনা আতঙ্ক পাল্লা দিয়ে বাড়ছে। আগামী বছরও গত বছরের মতো করোনা দিয়েই শুরু হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!